
- বিভাগঃ ঢাকা
- জেলাঃ গোপালগঞ্জ
- উপজেলাঃ কোটালীপাড়া
১। উপকারভোগীর নাম: মর্জিনা বেগম
স্বামী: কালা তালুকদার
সন্তান : ২ জন।
২। আশ্রয়ণে পুনর্বাসনের পূর্বের অবস্থা: তাদের নিজের এবং স্বামী বা শ^শুর বাড়ীতে কোন জায়গা ও ঘর না থাকায় হতদরিদ্র্য পরিবার হিসেবে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় থাকতে হতো। আশ্রয়ণ প্রকল্পে ঘর ও জমি পাওয়ার পূর্বে তারা প্রতিবেশীর বাড়ীতে একপাশে একটি একচালা ঘর নির্মাণ করে সেখানে বসবাস করতেন এবং তার স্বামী সরকারিÑখালে বিলে মাছ ধরে কোনমতে জীবিকা নির্বাহ করতো। তাদের নিজের বসবাসের জন্য কোন জায়গা বা ঘর ছিল না। তার স্বামী মাছ ধরে বিক্রি করে মাসে ৩,০০০-৪,০০০/- টাকা আয় করতো। খুবই কষ্টে সংসার চলতো।
৩। আশ্রয়ণ প্রকল্পে মাধ্যমে প্রাপ্ত ঘরের জমিসহ বাজার মূল্য : ৪,০০,০০০/- টাকা
৪। আশ্রয়ণে পুনর্বাসনের পরে বর্তমান অবস্থা: আশ্রয়ণে ঘর বরাদ্দ পাওয়ার পর তিনি অত্যন্ত ভালো আছেন। স্বামী নদী-খালে মাছ ধরে বাজারে বিক্রি করেন। নিজে হাঁস-মুরগী পালন করে বাড়তি আয়ের মাধ্যমে ভাল আছেন। বর্তমানে তাদের গড় মাসিক আয় ৫০০০/- থেকে ৬০০০/- হাজার টাকা । এর ফলে তাদের জীবন জীবিকার উন্নয়ন হয়ে দিন দিন অর্থনৈতিক উন্নতি হচ্ছে। ঘর পাওয়ার পর তিনি আগের চেয়ে অনেক ভাল আছেন। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে গৃহ ও জায়গা উপহার পেয়ে তারা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ প্রদান করেন।