• বিভাগঃ ঢাকা
  • জেলাঃ গোপালগঞ্জ
  • উপজেলাঃ কোটালীপাড়া
 ১।  উপকারভোগীর নাম:  মেনোকা হালদার        
      স্বামী: মনোরঞ্জন হালদার  
       সন্তান :২ জন। 

 ২। আশ্রয়ণে পুনর্বাসনের পূর্বের অবস্থা: উপকারভোগী একজন ভূমিহীন ও গৃহহীন পরিবার । নিজের কোন জায়গা জমি না থাকায় একটি ভাসমান পরিবার হিসেবে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় থাকতে হতো। মুজিববর্ষ উপলক্ষে ঘর ও জমি পাওয়ার পূর্বে তারা উত্তরপাড় গ্রামের জনৈক মনিমোহনের জায়গায় একটি ছাপড়া ঘর তৈরি করে সেখানে খুবই কষ্টে বসবাস করতেন এবং পাড়া প্রতিবেশির বাসায় বাসায় কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তাদের নিজের বসবাসের জন্য কোন জায়গা বা ঘর ছিল না। 

৩। আশ্রয়ণ প্রকল্পে মাধ্যমে প্রাপ্ত  ঘরের  জমিসহ  বাজার  মূল্য : ৪,০০,০০০/- টাকা

৪। আশ্রয়ণে পুনর্বাসনের পরে বর্তমান অবস্থা: মুজিববর্ষ উপলক্ষে ঘর ও জমি পাওয়ার পর নিজের ঘরে বসবাস করছেন। স্বামী রোগাক্রান্ত থাকায় কোন কাজ করতে পারে না। গৃহ পরিচারিকার কাজের মাধ্যমে যা আয়-উপার্জন হয় তা দিয়েই কোনমতে সংসার চলে। আশ্রয়ণে ঘর পাবার পরে তাদের বসবাসে কোন সমস্যা নেই । তাদের দুটি সন্তান রয়েছে। মাঝে মাঝে অন্যের জমিতে কৃষি কাজের শ্রমিক হিসেবে বাড়তি আয়ের মাধ্যমে ভাল আছেন। বর্তমানে তাদের গড় মাসিক আয় ৪,০০০-৫,০০০/- টাকা । যা আয় করেন তা দিয়ে তাদের সংসার খুব ভালোভাবে চলে যাচ্ছে। ঘর পাওয়ার পর তিনি অত্যান্ত ভালো আছেন।