• বিভাগঃ ঢাকা
  • জেলাঃ গোপালগঞ্জ
  • উপজেলাঃ কোটালীপাড়া
১।  উপকারভোগীর নাম:  নারগিস বেগম        
      স্বামী: আক্কেল আলী মিয়া  
       সন্তান : ২ জন। 

 ২। আশ্রয়ণে পুনর্বাসনের পূর্বের অবস্থা: উপকারভোগী একটি ভাসমান ভূমিহীন ও গৃহহীন পরিবার ছিলো। এ জগতে তাদের কোন আশ্রয় ছিলো না। তাদের ভিটেমাটি না থাকায় সারাজীবন ছিন্নমূল পরিবার হিসেবে অন্যের আশ্রয়ে থাকতো। মুজিববর্ষ উপলক্ষে ঘর ও জমি পাওয়ার পূর্বে তারা বুজুর্গকোনা জনৈক ব্যক্তির একটি বাগানের পাশে একটি ছাপড়া ঘর নির্মাণ করে সেখানে বসবাস করতো। তার স্বামী দিন মজুরের কাজ করতো। যা আয় হতো তা দিয়ে কোনমতে তাদের সংসার চলতো। তাদের নিজের বসবাসের জন্য কোন জায়গা বা ঘর ছিল না। 

৩। আশ্রয়ণ প্রকল্পে মাধ্যমে প্রাপ্ত  ঘরের  জমিসহ  বাজার  মূল্য : ৪,০০,০০০/- টাকা

৪। আশ্রয়ণে পুনর্বাসনের পরে বর্তমান অবস্থা: তারা কুঞ্জবন আশ্রয়ণে ঘর ও জমি পাওয়ার পর নিজের ঘরে বসবাস করছেন। তারা কোনদিন ভাবতেও পারেনি যে তাদের একটি ঘর ও একটি জায়গা হবে। বর্তমানে তাদের ঘরের জন্য কোন চিন্তা নেই। তাদের ০২টি ছেলে সন্তান রয়েছে। স্বামী বর্তমানে গাছের ব্যবসায়ীদের সাথে গাছ কাটা শ্রমিক হিসেবে কাজ করেন এবং প্রতিদিন মজুরী হিসেব ৫০০/- টাকা আয় করেন। তিনি নিজে ঘরের আঙিনায় ফলজ গাছ রোপন করেছেন। তাদের সংসার খুব ভালোভাবে চলে যাচ্ছে। বর্তমানে তাদের গড় মাসিক আয় ১০,০০০/- থেকে ১২,০০০/- হাজার টাকা । এর ফলে তাদের জীবন জীবিকার উন্নয়ন হয়ে দিন দিন অর্থনৈতিক উন্নতি হচ্ছে। ঘর পাওয়ার পর তারা আগের চেয়ে অনেক ভাল আছেন। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে গৃহ ও জায়গা উপহার পেয়ে তারা মাননীয়  প্রধানমন্ত্রীকে  ধন্যবাদ  প্রদান করেন।