
- বিভাগঃ ঢাকা
- জেলাঃ গোপালগঞ্জ
- উপজেলাঃ কোটালীপাড়া
১। উপকারভোগীর নাম: হাসি বেগম (মোবাইল: ০১৯৮০৯৫৬০৬৪)
স্বামী: গনি মিয়া
সন্তান : ১ জন।
২। আশ্রয়ণে পুনর্বাসনের পূর্বের অবস্থা: উপকারভোগী একজন ভূমিহীন ও গৃহহীন পরিবার । নিজের স্বামী বা শ^শুর বাড়ীতে কোন ভিটে-মাটি না থাকায় ছিন্নমুল পরিবার হিসেবে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় থাকতো। মুজিববর্ষ উপলক্ষে ঘর ও জমি পাওয়ার পূর্বে তারা ঢাকায় বসবাস করতেন এবং গার্মেন্টস-এ কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তাদের নিজের বসবাসের জন্য কোন জায়গা বা ঘর ছিল না। তাদের মাসিক আয় ছিল ৪,০০০-৫,০০০/- টাকা।
৩। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে প্রাপ্ত ঘরের জমিসহ বাজার মূল্য : ৪,০০,০০০/- টাকা
৪। আশ্রয়ণে পুনর্বাসনের পরে বর্তমান অবস্থা: মুজিববর্ষ উপলক্ষে ঘর ও জমি পাওয়ার পর তারার নিজের ঘরে বসবাস করছেন। স্বামী ঢাকায় একটি গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করেন। নিজে হাঁস-মুরগী পালন করেন এবং বাড়ীর আঙিনায় শাক-সবজির চাষ করেছেন। বর্তমানে তাদের কোন বাসা ভাড়া দিতে হয় না। তাদের একটি মাত্র ছেলে সন্তান রয়েছে। যা আয় করেন তা দিয়ে তাদের সংসার খুব ভালোভাবে চলে যাচ্ছে। ঘর পাওয়ার পর তিনি অত্যন্ত ভালো আছেন। বর্তমানে তাদের গড় মাসিক আয় ৬,০০০-৭,০০০ হাজার টাকা । এর ফলে তার জীবন জীীবিকার উন্নয়ন হয়েছে এবং দিন দিন অর্থনৈতিক উন্নতি হচ্ছে। সে তার ঘরের সামনে ফলজ গাছ রোপন করেছেন। ঘর পাওয়ার পর তিনি আগের চেয়ে অনেক ভাল আছেন। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে গৃহ ও জায়গা উপহার পেয়ে তারা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ প্রদান করেন।