• বিভাগঃ ঢাকা
  • জেলাঃ গোপালগঞ্জ
  • উপজেলাঃ কোটালীপাড়া

১। উপকারভোগীর নাম: জুই খানম 

 স্বামী: রাসেল মোল্লা  (ঘর নং ১)  

সন্তান : ২ জন। 

 ২। আশ্রয়ণে পুনর্বাসনের পূর্বের অবস্থা: মুজিববর্ষ উপলক্ষে ঘর ও জমি পাওয়ার পূর্বে জুই খানম স্বামী-সন্তানসহ অন্যের বাড়ীতে ভাড়া থাকতেন। তার নিজের বসবাসের জন্য কোন জায়গা ও ঘর ছিল না। তার স্বামী দিনমজুর হিসেবে যা আয় করতেন তা দিয়ে বাসা ভাড়া পরিশোধের পরে ০৪ জনের খাওয়ার ব্যবস্থা করা অত্যন্ত কঠিন ছিল। ভাবতেন কোনদিন তার নিজের যদি একটা ঘর থাকতো তবে সুন্দরভাবে জীবন যাপন করতে পারতেন। 

৩। আশ্রয়ণ প্রকল্পে মাধ্যমে প্রাপ্ত  ঘরের  জমিসহ  বাজার  মূল্য :  ৫,০০,০০০/- টাকা

৪। আশ্রয়ণে পুনর্বাসনের পরে বর্তমান অবস্থা: মুজিববর্ষ উপলক্ষে ঘর ও জমি পওয়ার পর তাকে অন্যের ঘরে ভাড়া থাকতে হয় না। আশ্রয়ণে ঘর ও জায়গা পাওয়ায় তার ঘর ভাড়ার টাকা সাশ্রয় হয়। ফলে খাওয়ার ও থাকার একটা স্থায়ী সমাধান হয়েছে। এতে জুই খানমের পরিবার অত্যন্ত খুশি। তার স্বামী রাসেল মোল্লা বর্তমানে ঢাকায় একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন। তিনি মাসে ৫,০০০/- টাকা আয় করেন। এল ফলে তাদের সংসারে সচ্ছলতা এসেছে। এছাড়া জুই খানম জেলা প্রশাসনের নির্দেশনাক্রমে উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত¡াবধানে বাংলাদেশ ইয়ূথ ফাস্ট কনসান্স এনজিও থেকে হস্তশিল্পের প্রশিক্ষণ গ্রহণ করেছেন। ফলে তিনি মাফলার, চাঁদর, তোয়ালে ও রুমাল ইত্যাদি ঘরে বসেই তৈরী করছেন। তিনি তার ঘরের আঙিনায় পেঁপে গাছ ও অন্যান্য ফলের গাছ রোপন করেছেন। অন্যান্য কাজের সাথে জুই খানম কবুতর ও হাস-মুরগী পালন করে বাড়তি আয় করেন। বাংলাদেশ ইয়ূথ ফাস্ট কনসান্স উৎপাদিত পণ্য মার্কেটিং পার্টনার হিসেবে দেশ-বিদেশে বিক্রয় করে লভ্যাংশ প্রদান করছেন। এই দম্পতির মাসিক আয় প্রায় ৭,০০০-৮,০০০/- টাকা। তার সন্তান-সন্ততির চাহিদা মিটিয়ে অর্থ সঞ্চয় করছেন। সঞ্চিত আয় দ্বারা তাদের সন্তানের জন্য একটি চাষের জমি কিনবেন বলে তাদের একটি স্বপ্ন রয়েছে। আশ্রয়ণে আশ্রয় পওয়ায় তাদের তাদের জীবনমান উন্নীত হয়েছে এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি পেয়েছে।