• বিভাগঃ ঢাকা
  • জেলাঃ গোপালগঞ্জ
  • উপজেলাঃ কোটালীপাড়া

১।  উপকারভোগীর নাম:  নাজমা বেগম  (মোবাইল নম্বর: ০১৯২৯০১৪২৪৫)     

       স্বামী: গোলাম রসুল সিকদার  (ঘর নং -০৭)  

       সন্তান : নাই। 


 ২। আশ্রয়ণে পুনর্বাসনের পূর্বের অবস্থা: মুজিববর্ষ উপলক্ষে ঘর ও জমি পাওয়ার পূর্বে চাচার আশ্রয়ে উনশিয়া গ্রামে ছিলো। তার স্বামী ঢাকায় লেপ-তোষক তৈরির দোকানে শ্রমিক হিসেবে কাজ করতেন এবং সে বাসায় কাজ করতো। মাসে ৫,০০০-৬,০০০/- টাকা আয় করতো। তা দিয়ে বাসা ভাড়া পরিশোধ ও সংসারের ব্যয়-ভার বহন করা কষ্ট হয়ে যেতো।  


৩। আশ্রয়ণ প্রকল্পে মাধ্যমে প্রাপ্ত  ঘরের  জমিসহ  বাজার  মূল্য : ৫,০০,০০০/- টাকা


৪। আশ্রয়ণে পুনর্বাসনের পরে বর্তমান অবস্থা: ঘর পাওয়ার পর নাজমা বেগম তার মজুরির জমানো টাকা দিয়ে একটি ভ্যান গাড়ী কিনে তার স্বামীকে দিয়েছেন। তা দিয়ে তার স্বামী দৈনিক ৩০০-৪০০/- আয় করেন। স্বামী ভ্যান চালিয়ে এবং ঘর পাওয়ার পরে এখানে বাংলাদেশ ইয়ূথ ফাস্ট কনসান্স নামক একটি বেসরকারী সংস্থা মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে মাফলার তৈরী করে তা বিক্রি করে বাড়তি আয়ের মাধ্যমে অর্থ উপার্জন করছেন। বর্তমানে তাদের গড় মাসিক আয় ৭,০০০-৮,০০০/- টাকা। আয়-উপার্জন করে টাকা জমিয়ে ভবিষ্যতে একটি চাষের জমি কিনবেন বলে তার স্বপ্ন আছে। ঘরে খাট আলনা কিনে  ব্যবহার করছেন। ঘর পাওয়ার পর তিনি আগের চেয়ে অনেক ভাল আছেন। ঘররে সামনে বভিন্নি ফুল, আম গাছ, পয়োরা গাছ রোপণ করছেনে। র্বতমানে তারা সুখি জীবনযাপন করছনে। মাননীয় প্রধানমন্ত্রীকে  ধন্যবাদ  প্রদান করেন।