• বিভাগঃ ঢাকা
  • জেলাঃ গোপালগঞ্জ
  • উপজেলাঃ কোটালীপাড়া
১।  উপকারভোগীর নাম:  নাজমা খানম       
       স্বামী:  এস্কেন্দার শেখ   (ঘর নং ২১)  
       সন্তান : ৪ জন (২জন মেয়ে(বিবাহিতা), ২জন ছেলে)। 

 ২। আশ্রয়ণে পুনর্বাসনের পূর্বের অবস্থা: আশ্রয়ণে ঘর পাবার পূর্বে ঢাকায় থাকতো। মানুষের বাসায় ঝিয়ের কাজ করতেন। তার স্বামী রাজ মিস্ত্রির সহযোগী হিসেবে শ্রমিকের কাজ করতেন। দুজনে মিলে মাসে ৫,০০০-৬,০০০/- টাকা আয় করতেন। তা দিয়ে বাসা ভাড়া করে থাকতেন। সন্তানদের নিয়ে কোনমতে জীবিকা নির্বাহ করতেন। নিজেদের কোন ঘর/বাড়ী না থাকায় গ্রামের বাড়ীতে আসার কোন সুযোগ ছিল না। কারণ দেশে এসে কোথায় থাকবেন তার কোন নির্দিষ্ট স্থান ছিল না। শুধু ভাবতেন আর স্বপ্ন দেখতেন কোথাও যদি একটা আশ্রয় পেতো, যদি একটি ঘর কেউ দিত। তার আবেদনের প্রেক্ষিতে সে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহার হিসেবে দেবগ্রাম আশ্রয়ণ-২ প্রকল্পে একটি ঘর বরাদ্দ পেয়েছেন।  

৩। আশ্রয়ণ প্রকল্পে মাধ্যমে প্রাপ্ত  ঘরের  জমিসহ  বাজার  মূল্য : ৫,০০,০০০/- টাকা

৪। আশ্রয়ণে পুনর্বাসনের পরে বর্তমান অবস্থা: দেবগ্রাম আশ্রয়ণে ঘর বরাদ্দ পাবার পরে তাদের বসবাসের আর কোন সমস্যা নেই। এখন তাদের বাসা ভাড়া দেয়া লাগে না। আশ্রয়নে বরাদ্দকৃত ঘরের পাশের ফাঁকা জায়গায় তিনি শাক-সবজির চাষ করেছেন এবং সে সাথে হাঁস-মুরগী পালন করছেন। স্বামী ক্ষেত-খামারে কৃষি জমিতে শ্রমিক হিসেবে কাজ করেন। বর্তমানে তাদের মাসিক আয় ৮০০০-৯০০০/- টাকা। তারা খেয়ে পরে অনেক ভালো আছেন। আশ্রয়ণে ঘর পাওয়ায় মাননীয়  প্রধানমন্ত্রীকে  ধন্যবাদ  প্রদান করেন।