• বিভাগঃ ঢাকা
  • জেলাঃ গোপালগঞ্জ
  • উপজেলাঃ কোটালীপাড়া
  ১।  উপকারভোগীর নাম:  মো: আলী হোসেন   
পিতা: আনোয়ার হোসেন (ঘর নং ২৬)  
সন্তান : ২ জন। 
 ২। আশ্রয়ণে পুনর্বাসনের পূর্বের অবস্থা: মুজিববর্ষ উপলক্ষে দেবগ্রাম আশ্রয়ণে ঘর ও  জমি বরাদ্দ পাওয়ার পূর্বে তারা পশ্চিমপাড় ফরাজিবাড়ী আতিয়ারের বাসায় ভাড়াথাকতেন। তার নিজের বসবাসের জন্য কোন জায়গা বা ঘর ছিল না। তিনি পুরানো জামা-কাপড় ফেরি করে বিক্রি করতেন। মাসে ৪,০০০-৫,০০০/- টাকা আয় হতো। তা দিয়ে বাসা ভাড়া ও সংসারের ব্যয় মিটানো হতো। আর্থিক অভাবের কারণে কোন জায়গা জমি ক্রয় করতে বা ঘর তৈরি করতে পারেননি। 

৩। আশ্রয়ণ প্রকল্পে মাধ্যমে প্রাপ্ত  ঘরের  জমিসহ  বাজার  মূল্য : ৫,০০,০০০/- টাকা

৪। । আশ্রয়ণে পুনর্বাসনের পরে বর্তমান অবস্থা: দেবগ্রাম আশ্রয়ণে ঘর বরাদ্দ পাবার পরে তার বাসা ভাড়া দেয়া লাগে না। এখন বাসা ভাড়ার টাকা তার সঞ্চয় হয়। তিনি নিজ ঘরে পুরনো কাপড় বিক্রি করছেন। অন্য কোন ঘর ভাড়া নিতে হয় না এতে তার আয় বৃদ্ধি পেয়েছে। তাছাড়া ঘরের পাশে আঙিনায় তার স্ত্রী পেঁপে ও পেয়ারার চাষ করেছেন। নিজের উৎপাদিত পেয়ারা ও পেঁপে বিক্রি করে তারা বাড়তি আয় করেন। এভাবে টাকা জমিয়ে ভবিষ্যতে একটি ভালো ব্যবসা করার স্বপ্ন তার রয়েছে। ঘর পাওয়ার পর তিনি আগের চেয়ে অনেক ভাল আছেন। মাননীয়  প্রধানমন্ত্রীকে  ধন্যবাদ  প্রদান করেন।