• বিভাগঃ ঢাকা
  • জেলাঃ গোপালগঞ্জ
  • উপজেলাঃ কোটালীপাড়া
  • পৌরসভা/ইউনিয়নঃ কোটালীপাড়া পৌরসভা
১। উপকারভোগীর নাম: পারভীন বেগম (মোবাইল নম্বর:০১৯০৪৪০৬১২৩)

   স্বামী:কামাল সিকদার (ঘর নং ৮)

সন্তান :২ জন।

 ২। আশ্রয়ণে পুনর্বাসনের পূর্বের অবস্থা: মুজিববর্ষ উপলক্ষে ঘর ও জমি পাওয়ার পূর্বে পারভিন বেগম স্বামী-সন্তানসহ অন্যের বাড়ীতে ভাড়া থাকতেন। তার নিজের বসবাসের জন্য কোন জায়গা ও ঘর ছিল না। দিনমজুর হিসেবে যা আয় করতেন তা দিয়ে বাসা ভাড়া দিয়ে ০৪ জনের খাওয়ার ব্যবস্থা করা অত্যন্ত কঠিন ছিল। নিজের জায়গায় ঘর অকল্পনীয়।

 

৩। আশ্রয়ণ প্রকল্পে মাধ্যমে প্রাপ্ত  ঘরের  জমিসহ  বাজার  মূল্য :  ৫,০০,০০০/- টাকা

 

৪।আশ্রয়ণে পুনর্বাসনের পরে বর্তমান অবস্থা: মুজিববর্ষউপলক্ষে ঘর ও জমি পওয়ার পর ঘর ভাড়ার টাকা সাশ্রয় হয়। ফলে খাওয়ার ও থাকার স্থায়ী সমাধান হয়েছে। এতে পারভিন বেগমের পরিবার অত্যন্ত খুশি। তার স্বামী কামাল সিকদার বর্তমানে কোটালীপাড়া উপজেলা বিআরডিবি অফিসে আউট সোর্সিং-এ নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করেন। তিনি মাসে ১০,০০০/- টাকা আয় করেন। এল ফলে তাদের সংসারে সচ্ছলতা এসেছে। এছাড়া পারভিন বেগম জেলা প্রশাসনের নির্দেশনাক্রমে উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত¡াবধানে বাংলাদেশ ইয়ূথ ফাস্ট কনসার্ন্সএনজিও থেকে হস্তশিল্পের প্রশিক্ষণ গ্রহণ করেছেন। ফলে তিনি মাফলার, চাঁদর, তোয়ালে ও রুমাল ইত্যাদি ঘরে বসেই তৈরী করছেন। বি ওয়াই এফ সি উৎপাদিত পণ্য মার্কেটিং পার্টনার হিসেবে দেশ-বিদেশে বিক্রয় করে লভ্যাংশ প্রদান করছেন। এই দম্পতির মাসিক আয় প্রায় ৬,০০০-৭,০০০/- টাকা। তার সন্তান-সন্ততির চাহিদা মিটিয়ে অর্থ সঞ্চয় করছেন। এর ফলে তাদের জীবনমান উন্নীত হয়েছে এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি পেয়েছে।