• বিভাগঃ ঢাকা
  • জেলাঃ গোপালগঞ্জ
  • উপজেলাঃ কোটালীপাড়া
  • পৌরসভা/ইউনিয়নঃ আমতলী

বলরাম কর্মকার,বয়স-৬৫বছর, পেশা-কর্মকার,স্ত্রী- ইতিপূর্বে পরলোক গমন করেছেন।একজন পঙ্গু ছেলেসহ ০২(দুই) পুত্র সন্তানকে নিয়ে উনশিয়া গ্রামের জনৈক ছিদাম কর্মকারের বাড়ীতে একটি জরাজীর্ন ঘরে আশ্রিত দিনমজুর পরিবার। নিজের জমা-জমি, বাড়ী-ঘর কিছুই ছিল না। অন্যের বাড়ীতে পঙ্গু সন্তান নিয়ে অনেকটা দুঃসহ ও মানবেতর জীবনযাপন করে আসছিলেন। অন্যের দোকানে দিনমজুর খেটে সামান্য রোজগারে ০৩(তিন ) জনের পরিবার নিয়ে জীবন-জীবিকা নির্বাহ ছিল তাদের জন্য কস্টসাধ্য। মুজিব বর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে উনশিয়া আশ্রয়ন প্রকল্পে ০১(এক)টি সেমিপাকা ঘরসহ ০২(দুই) শতাংশ খাস জমি বরাদ্দ পেয়ে সেখানে বসবাস করছেন। বরাদ্দপ্রাপ্ত জমির বর্তমান বাজার মূল্য প্রায় ৪,০০০০০/-(চার লক্ষ) টাকা। ঘর পেয়ে বদলে গেছে তার জীবনধারা। পরিবর্তন এসেছে তার পেশা ও আর্থ-সামাজিক অবস্থানের। তিনি এখন আর আশ্রয়হীন নয়। তিনি বর্তমানে বরাদ্দকৃত ঘর সংলগ্ন জমিতে নিজস্ব অর্থায়নে লোহার জিনিসপত্র তৈরি করার দোকান/কারখানা স্থাপন করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন। আর্থিকভাবে সফলতা আসার পরে পারিবারিক প্রয়োজনে ০১ পুত্র সন্তানকে বিবাহ দিয়েছেন। তিনি এখন ০২ পুত্র সন্তান এবং ০১ পুত্রবধুকে নিয়ে মিলে মিশে মূল পেশা ও ঘর গৃহস্থলীর পাশাপাশি কবুতর পালন এবং আঙ্গিনায় শাক-সবজি ফলিয়ে সংসারে স্বচ্ছলতা এসেছে। তিনি এবং তার পরিবার এখন আর কারও উপর নির্ভরশীল নয়। এখন আর তাকে অন্যের মুখাপেক্ষী হয়ে থাকতে হয় না। সবমিলিয়ে তার বর্তমানে মাসিক আয় গড়ে ১২,০০০/-(বার হাজার) টাকা প্রায়। তার এখন আর কোন পিছুটান নেই। তিনি ক্রমাগত এগিয়ে যাচ্ছেন তার স্বপ্নের ঠিকানায়।