• বিভাগঃ ঢাকা
  • জেলাঃ গোপালগঞ্জ
  • উপজেলাঃ কোটালীপাড়া
  • পৌরসভা/ইউনিয়নঃ কোটালীপাড়া পৌরসভা

বিমল রায়, বয়স -৫২ বছর, নিঃসন্তান দম্পতি। স্ত্রী- বিভা ভক্ত কে নিয়ে আমতলী গ্রামের জনৈক কালা মিয়ার বাড়ীতে একটি জরাজীর্ন ঘরে আশ্রিত দিনমজুর পরিবার। ১৯৮৮ সালের বন্যায় শেষ সম্বল পৈত্রিক সূত্রে পাওয়া ০৩(তিন) শতাংশ বসতবাড়ী সহ ঘর নদীগর্ভে বিলীন হওয়ার পর থেকেই সেখানে অন্যের উপর নির্ভর করে অনেকটা দুঃসহ ও মানবেতর জীবনযাপন করে আসছিলেন। সামান্য রোজগারে ০২(দুই) জনের পরিবার নিয়ে জীবন-জীবিকা নির্বাহ ছিল তাদের জন্য কস্টসাধ্য। মুজিব বর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে উনশিয়া আশ্রয়ন প্রকল্পে ০১(এক)টি সেমিপাকা ঘরসহ ০২ (দুই) শতাংশ খাস জমি বরাদ্দ পেয়ে সেখানে বসবাস করছেন। বরাদ্দপ্রাপ্ত জমির বর্তমান বাজার মূল্য প্রায় ৪,০০০০০/-(চার লক্ষ) টাকা। ঘর পেয়ে বদলে গেছে তার জীবনধারা। পরিবর্তন এসেছে তার পেশা ও আর্থ-সামাজিক অবস্থানের। তিনি এখন আর আশ্রয়হীন নন। বিমল রায় এখন ডিমের ব্যবসা করেন। গ্রাম থেকে ঘুরে ঘুরে ডিম ক্রয় করে পাইকারী বাজারে সরবরাহ করেন। স্বামী-স্ত্রী মিলে মূল পেশা ও ঘর গৃহস্থলীর পাশাপাশি গরু,হাঁস-মুরগী পালন এবং আঙ্গিনায় শাক-সবজি ফলিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন। সবমিলিয়ে তার বর্তমানে মাসিক আয় গড়ে ১০,০০০/-(দশ হাজার) টাকা প্রায়। তার এখন আর কোন পিছু টান নেই। তিনি ক্রমাগত এগিয়ে যাচ্ছেন তার স্বপ্নের ঠিকানায়।