• বিভাগঃ চট্টগ্রাম
  • জেলাঃ কুমিল্লা
  • উপজেলাঃ চান্দিনা
  • পৌরসভা/ইউনিয়নঃ চান্দিনা পৌরসভা

উপকারভোগীর পূর্বের অবস্থাঃ উপকারভোগী হত দরিদ্র লোক ছিলেন। তাদের বসবাস করার মত নিজস্ব কোন জায়গা ছিল না। ছিন্নমূল পরিবার হিসেবে যেখানে জায়গা পেত সেখানেই রাত্রিযাপন করত। পারিবারিক অবস্থা ছিল অত্যন্ত খারাপ।


উপকারভোগীর বর্তমান অবস্থাঃ উপকারভোগী মাননীয় প্রধানমন্ত্রীর উপহারকৃত ঘর পেয়ে অত্যন্ত আনন্দিত। যেখানে তাদের কোন থাকার জায়গা ছিল না, সেখানে তারা ঘরসহ ০২ শতক জমি পেয়েছেন। ঘরের আঙ্গিনায় শিম চাষ, পাশাপাশি রাজহাঁস, মুরগী , কবুতর পালন করছেন। এগুলো তারা নজিরে পরবিাররে পুষ্টরি চাহদিা পূরণরে পাশাপাশি বাজারে বিক্রি করছেন। বর্তমানে তাদের আর্থিক সচ্ছলতা যমেন বৃদ্ধি পেয়েছে তমেনি সামাজকি র্মযাদা বৃদ্ধি পয়েছে।