• বিভাগঃ চট্টগ্রাম
  • জেলাঃ কুমিল্লা
  • উপজেলাঃ চান্দিনা
  • পৌরসভা/ইউনিয়নঃ বরকইট

উপকারভোগীর পূর্বের অবস্থা:   উপকারভোগী পূর্বে অত্র উপজেলার বরকইট ইউনিয়নে শ্রীমন্তপুর গ্রামে ভাড়ায় থাকতেন। তাহার স্বামী ভাড়ায় অটোরিক্্রা চালাতেন। স্বামী ও ২ সন্তান সহ এক রুমে ঘরে প্রতি মাসে ১২০০/- টাকা ভাড়া দিতেন। বাড়ি করার জন্য কোন জায়গা ছিল না এবং উপার্জনের মাধ্যমে কোন জমি ক্রয় করে ঘর নির্মাণ করা অসম্ভব ছিল।  

ঘর পেয়ে তিনি /তাঁর পরিবার বর্তমানে কেমন আছেন / বর্তমান অবস্থা ঃ  উপকারভোগী মোঃ ইসমাইল এনজিও থেকে কিস্তি হিসাবে একটি অটো বিক্্রা কিনেছেন। ঘরভাড়া সেই টাকায় কিস্তি পরিশোধ করেন। তাহার স্ত্রী খোরশেদা বেগম ঘরের পাশে বিভিন্ন সবজি চাষ করে আর্থিকভাবে সচ্ছল হয়েছেন।  ১ ছেলে বর্তমানে মাদ্রাসায় পড়েন এবং ১ মেয়ে ৫ম শ্রেনী পাশ করেছেন। বর্তমান জীবনযাত্রা পূর্বে থেকে সচ্ছল হয়েছে এবং ঘরসহ ভূমি পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী কাছে চিরকৃতজ্ঞ রয়েছেন।