
- বিভাগঃ ঢাকা
- জেলাঃ নারায়ণগঞ্জ
- উপজেলাঃ নারায়নগঞ্জ সদর
জেলাঃ
নারায়ণগঞ্জ ।
উপজেলাঃ
নারায়ণগঞ্জ সদর
উপকারভোগীর আশ্রয়ণ
প্রকল্পের নামঃ মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ('ক’-শ্রেণি)
মাননীয়
প্রধানমন্ত্রীর প্রদত্ত ২ শতক ভূমিতে (পুনর্বাসন) আশ্রয়ণ প্রকল্প।
উপকারভোগী মোঃ
কামাল, পিতাঃ মোঃ দুলাল, অত্র ঘরে উঠার আগে ভূমিহীন ছিল ১ রুমের ছাপড়া ঘরে স্ত্রী,
০৭ মাসের ০১ ছেলে ও ০৩ বছরের ০১ মেয়ে নিয়ে টিনের ঘরে সামান্য ভাড়া পরিশোধ করে থাকত।
সে ছিল ভূমিহীন ও আশ্রয়হীন। তার স্বামী পূর্বে পেশা হিসেবে ফার্নিচার এর দোকানে
কাজ করত। বর্তমানে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে
ভূমিহীন ও গৃহহীনদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রদত্ত ২ শতক ভূমিতে (পুনর্বাসন)
আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমি ও বাড়ী পেয়ে সুখে স্বাচ্ছন্দে দিন কাটাচ্ছেন এবং
বর্তমানে চায়ের দোকান দিয়ে পূর্বের তুলনায় অনেক ভালো আছেন। বর্তমানে তিনি
ক্রমান্বয়ে স্বচ্ছলতার মুখ দেখছেন। তিনি আরো বলেন যে আল্লাহ যেন মাননীয়
প্রধানমন্ত্রী ও জেলা প্রশাসক মহোদয় কে নেক হায়াত দান করেন।