• বিভাগঃ ময়মনসিংহ
  • জেলাঃ ময়মনসিংহ
  • উপজেলাঃ গফরগাঁও
  • পৌরসভা/ইউনিয়নঃ গফরগাঁও

         মোঃ আলম মির্জা, পিতা মৃত সুন্দর আলী, (বয়স ৬০ বছর), স্ত্রী- মোছাঃ মোমেনা খাতুন (বয়স ৫৫ বছর), দুই পুত্র এক কন্যা সন্তানের জনক

          মুজিবববর্ষ উপলক্ষে শতক জমিসহ সেমিপাকা ঘর পাওয়ার আগে উপকারভোগীর নিজের কোন জমিজমা ছিলনা আশ্রয়হীন অসহায় অবস্থায় কুঁড়ে ঘরে বসবাস করতেন এক কথায় সে ছিল ভাসমান ভূমিহীন পরিবারকখোনও দিন মজুর খাটতেন আবার কখনও ভিক্ষা করতেন।  মাথা গোঁজার  ঠাঁই না থাকায় একদিন অসহায় অবস্থায় স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সরূপ 2 শতক জমিসহ সেমিপাকা ঘর পাওয়ার জন্য যোগাযোগ করেন পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার,গফরগাঁও সহকারী কমিশনার (ভূমি) গফরগাঁও,ময়মনসিংহের সহযোগিতায় মোঃ আলম মির্জার (উপকারভোগী) নামে জমিসহ সেমিপাকা ঘর বন্দোবস্তের ব্যবস্থা করা হয়

          মুজিববর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ২ শতাংশ ভূমি সহ একটি টিনের সেমি পাকা ঘর পেয়েছেন , উক্ত ২ শতাংশ ভূমির বর্তমান          বাজার মূল্য ২,২০,০০০.০০/- টাকা।

        মোঃ আলম মির্জা বলেন যে, “আমি অসহায় মানুষ ছিলাম, সরকার থেকে ঘর দিচ্ছে- জন্য খুবই ভালো লাগছে খুশি লাগছে জীবনে ভাবছি না কোন দিন নিজের বাড়ী আর ঘর অইব, আজ নিজের ঘর হওয়ায় খুবই আনন্দ পাইতেছিশতক জমি ঘর পেয়ে মোঃ আলম মির্জার সন্মানজনক জীবিকা সামাজিক মর্যাদা পুনঃ প্রতিষ্ঠা পেয়েছে এবং স্ত্রীর নামে ঘর জমির অর্ধেক মালিকানা দিয়ে নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠিত হয়েছে এছাড়া বাড়ির পাশে ফল ও সবজি চাষের মাধ্যমে তার আর্থিক অবস্থার উন্নতি হয়েছে।