• বিভাগঃ ঢাকা
  • জেলাঃ নারায়ণগঞ্জ
  • উপজেলাঃ নারায়নগঞ্জ সদর
  • পৌরসভা/ইউনিয়নঃ গোগনগর

উপকারভোগী আলী আকবর, পিতাঃ আক্কাস মিয়া, অত্র ঘরে উঠার আগে ঝরাজীর্ন ১ চালা বিশিষ্ট ১ রুমের ছাপড়া ঘরে স্ত্রী ০১ ছেলে ও ০৩ মেয়ে নিয়ে অন্যের দয়ায় প্রদত্ত সামান্য ভাড়া পরিশোধ করা ঘরে থাকত। সে ছিল আশ্রয়হীন। উপকারভোগী আর্থিক অনটন এর জন্য পূর্বেই নিজের যা ছিল সবকিছু বিক্রি করে নিঃস্ব হয়। বর্তমানে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীনদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রদত্ত ২ শতক ভূমিতে (পুনর্বাসন) আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমি ও বাড়ী পেয়ে সুখে দিন কাটাচ্ছেন। আলী আকবর জানান, মাননীয় প্রধানমন্ত্রীর ঘর দেওয়ার পূর্বে অন্যের দয়ায় সামান্য ভাড়ার ১ চালা ছাপড়া ১ রুমে মানবেতর জীবন যাপন করতেন। সামান্য বৃষ্টি হলে চালা দিয়ে পানি পরত। কাঁথা, বালিশসহ ঘরের জিনিস পত্র ভিজে যেত। মাননীয় প্রধানমন্ত্রীর মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য দেওয়া ২ শতক ভূমিসহ, সেমি পাকা দুই রুম বিশিষ্ট ঘর পেয়ে পূর্বের চেয়ে অনেক বেশী ভালো আছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চিরকৃতজ্ঞ । তিনি আরো বলেন যে আল্লাহ যেন মাননীয় প্রধানমন্ত্রীকে নেক হায়াত দান করেন।