• বিভাগঃ চট্টগ্রাম
  • জেলাঃ চাঁদপুর
  • উপজেলাঃ কচুয়া
  • পৌরসভা/ইউনিয়নঃ সাচার

 

                                                                                                  বদলে যাওয়ার গল্প

 নাম: কামাল হোসেন

বয়স: ৪৫ বছর

পেশা: বর্গাচাষী

মুজিববর্ষ উপলক্ষে

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার

নং সাচার, বজরীখলা আশ্রয়ণ কেন্দ্র

কামাল হোসেন, স্ত্রী মোসা আয়েশা বেগম দুই ছেলে এক মেয়েকে নিয়ে ভাইয়ের বাড়িতে কোনো রকম দিনাতিপাত করতেন তিনি অন্যের জমিতে বর্গা চাষ করে জীবন যাপন করতেন তার স্বপ্ন ছিল অর্থ জমিয়ে এক টুকরো জমি কিনে স্ত্রী, সন্তানদেরকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করার কিন্তু তার সামান্য উপার্জনের অর্থ দিয়ে ঠিকমতো পরিবারের দৈনন্দিন চাহিদা মেটানোই অসম্ভব হয়ে পড়ছিল এসময় মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের মাধ্যমে জমিসহ ঘর বরাদ্দ পান এখন তিনি বর্গা চাষ করে ফসল ফলিয়ে সংসার চালাচ্ছেন পাশাপাশি তার স্ত্রী উপজেলা পরিষদ থেকে পাওয়া সেলাই মেশিন দিয়ে কাপড় তৈরী করে স্বামীর উপার্জনে সহায়তা করছেন ঘরের আঙিনায় মুরগির খামার নির্মা করে ২০০ টি মুরগি লালন পালন করছেন বর্তমানে তার মেয়ে কানিজ ফাতেমা অষ্টম শ্রেণীতে পড়ে তিনি এই বিশেষ উপহার পেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু সু-স্বাস্থ্য কামনা করেন