• বিভাগঃ চট্টগ্রাম
  • জেলাঃ চাঁদপুর
  • উপজেলাঃ কচুয়া
  • পৌরসভা/ইউনিয়নঃ সাচার

                                               

                                                    বদলে যাওয়ার গল্প

কচুয়া, চাঁদপুর

নাম: মো: আবু ইউসুফ

বয়স: ৪২ বছর

পেশা: সি এন জি চালক

মুজিববর্ষ উপলক্ষে

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার

নং সাচার, বজরীখলা আশ্রয়ণ কেন্দ্র

মোঃ আবু ইউসুফ, স্ত্রী সেলিনা বেগমের সাথে 2001 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় চট্টগ্রামে সি এন জি চালিয়ে স্ত্রী দুই ছেলে, এক মেয়ে নিয়ে ভাড়া বাড়িতে অনেকটা সুখে জীবন যাপন করছিলেন কিন্তু কোভিড মহামারী চলাকালীন সময় ঠিকমতো উপার্জন না করতে পারায় তার পরিবার নিয়ে বিপাকে পড়েন বাড়ি ভাড়া, ভর পোষণের ব্যয় বইতে না পারায় তিনি গ্রামে এসে স্ত্রী, সন্তানদেরকে নিয়ে ভাড়া বাড়িতে ওঠেন এরই মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর মুজিববর্ষের বিশেষ উপহার দুই শতাংশ জমিসহ সেমিপাকা গৃহ প্রদান সম্পর্কে জানতে পারেন এবং প্রথম পর্যায় বরাদ্দের একটি ঘর বুঝে পান বর্তমানে তিনি এলাকায় সি এন জি চালিয়ে পরিবারে স্বচ্ছলতা আনেন ছেলে-মেয়েদের স্কুলে ভর্তি করান তার বড় মেয়ে রোকসানা অষ্টম শ্রেণীতে পড়ে পাশাপাশি মাকে সেলাই কাজে সহযোগিতা করে মাননীয় প্রধানমন্ত্রীর এই অনন্য উপহার পেয়ে তারা নিজেদের সৌভাগ্যবান হিসেবে মনে করছেন