• বিভাগঃ সিলেট
  • জেলাঃ হবিগঞ্জ
  • উপজেলাঃ চুনারুঘাট

সুফিয়া খাতুন, বয়স ৫৭ ,স্বামী মৃত-জামাল উদ্দিন এক ছেলে দিন মজুর । এখন মুজিব বর্ষের ঘর পেয়ে এখানেই গড়ে তুলেছেন নিজের আত্মকর্মসংস্থান। বাড়ির সামনে নিজে এখন টংদোকানের মালিক তিনি। এ যেন সুবিশাল মরুর বুকে সবুজে ঘেরা এক নতুন জীবন।

তার জীবন বদলে যাবার গল্পে ওঠে আসে সংগ্রামের সেই দিনগুলির কথা। এক সময় থাকতেন পরের আশ্রয়ে।নিজ শ্রমের বিনিময়ে অন্নের সংস্থান করে পিতৃহীন সন্তানের মুখে খাবার তুলে দিতেন। এখন সন্তান বড় হয়েছে, তাঁর চাহিদা আর মায়ের বয়স যেন এক করুন গল্পের জন্ম দেয়।অসহায়, আশ্রয়হীন অবস্থায় জীবন যুদ্ধে যখন দিনাতিপাত করছিলেন মা এবং সন্তান তখনি বিধাতার অশেষ কৃপায় মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ নির্দেশে তাদের উপর আশীর্বাদ হিসেবে হাজির হয় মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ভূমিহীন পরিবারের জন্য আশ্রয়ন-২ প্রকল্প । স্থানীয় প্রশাসনের সর্বাত্মক প্রচেষ্টায় ভূমিহীন ও গৃহহীন সুফিয়া খাতুনকে দুই শতক জমিসহ সেমিপাকা ঘর করে দেয়া হয়। এখন তারা আর অবহেলিত নন । প্রধানমন্ত্রীর ঘর পেয়ে ছেলে এখন এখানেই গড়ে তুলেছেন একটি টং দোকান। সুফিয়া খাতুন এখন স্বাবলম্বী একজন সংগ্রামী নারীর নাম।জীবন বদলে যাবার গল্প বলতে গিয়ে সুফিয়া খাতুন আজ অঁঝোরে কাঁদেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর জন্য প্রাণ ভরে দোয়া করেন।