• বিভাগঃ রাজশাহী
  • জেলাঃ রাজশাহী
  • উপজেলাঃ বাঘা
  • পৌরসভা/ইউনিয়নঃ গড়গড়ি

মো; নজরূল ইসলাম,বয়স ৩৫ বছর,স্ত্রী শাবনুর(২৫)। নজরূল সাহেবের ১ ছেলে ও ১ মেয়ে। ।খানপুর বাজারের নিকটস্থ  অন্যের বাড়িতে ভাড়া দিয়ে থাকত। নিজেদের মাথা গোঁজার কোনো জমি নেই। এতদিন যে ঘরে বসবাস করতেন সেই ঘরে জায়গা না হওয়ায় একেক সন্তান একেক রাতে বিভিন্ন প্রতিবেশীর বাসায় গিয়ে রাত্রিযাপন করতেন। মুজিব শতবর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ২শতক জমিসহ একটি সেমিপাকা ঘর পেয়েছেন। দুই শতক  জমির বর্তমান মূল্য আড়াই লক্ষ টাকা। তাঁর মাসিক আয় প্রায় ১৫০০০ টাকা । তার উপার্জিত অর্থ থেকে তার ছেলের পড়ালেখার খরচ বহন করে ও পরিবারের পেছনে ব্যয়  করেন । আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়ে এখন বেজায় খুশি শাবনুর বেগম ও তার স্বামী মো.নজরূল। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই তাদের।

উপকারভোগীর অনুভূতি:

 তার ভাষায় স্বপ্নেও কখনো ভাবিনি নিজেদের মাথা গোঁজার ঠাঁই হবে এত সুন্দর একটি বাড়িতে। এখন সন্তানদেরকে প্রতিবেশী কোনো বাসায় রাতে আশ্রয় নেয়ার জন্য যেতে হবে না।  আল্লাহ যেনো উনার হায়াত বাড়িয়ে দেন এবং দেশের কাজে মানুষের জন্য এভাবে কাজ করে যেতে পারেন’, বলেন তিনি ।