• বিভাগঃ রাজশাহী
  • জেলাঃ রাজশাহী
  • উপজেলাঃ বাঘা
  • পৌরসভা/ইউনিয়নঃ বাজুবাঘা

মোসা:আলেকা বেগম(৫০),স্বামী মৃত আনিসুর রহমান ।তার চার মেয়ে ও এক ছেলে । ছেলের বয়স আঠার বছর ।তিন মেয়ে বিবাহিত ও এক মেয়ে তালাকপ্রাপ্তা।এক তালাকপ্রাপ্তা মেয়ে ও একমাত্র ছেলেকে নিয়ে শ্বশুর বাড়ি মিরগঞ্জে বাজারের ভানুকর এ অবস্থান করতেন । তার স্বামী মারা যাওয়ার পর  তার শ্বশুর তাদের বাড়ী থেকে বের করে দেন । তারপর সে ছেলে ও মেয়েকে নিয়ে মায়ের বাড়ীতে অবস্থান করেন। আলেকা বেগমের একমাত্র ভাই আনিসুর সাহেব তাদের সাথে বিভিন্ন ধরনের অত্যাচার করেন। তাঁর তালাকপ্রাপ্তা মেয়ের একটি তের বছরের সন্তান রয়েছে ।তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেটি ও তার ভাগ্নে সহ একটি ওয়ার্কসপে ভাংড়ির কাজ করেন। মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ২শতক জমিসহ একটি সেমিপাকা ঘর পাওয়ার মধ্যে দিয়ে তার মাথা গোজার ঠাঁই হয় ।অবশেষে হিলালপুর আশ্রয়ণ প্রকল্পে একটি ঘর(বাড়ী নং-১১) পাওয়ার মধ্যে দিয়ে তাঁর দুঃখের দিন শেষ হয়।দুই শতক ভূমিসহ (যার আনুমানিক মূল্য প্রায় তিনলক্ষ টাকা) একটি সেমি পাকা ঘর পেয়ে সে খুব আনন্দিত ও উদ্বেলিত।এখন নিজের একটা ঠিকানা হওয়ায় সানন্দে জীবনযাপন করছেন।বাড়ির আঙ্গিনায় বেগুন,সাজিনা, পেঁপেঁসহ বিভিন্ন সবজির চাষ করছেন। পাশাপাশি বাড়ির চারিদিকে বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগিয়েছেন। এভাবেই তার ভাগ্যের চাকা ঘুরে দাড়ায় । পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করছেন।