• বিভাগঃ খুলনা
  • জেলাঃ যশোর
  • উপজেলাঃ শার্শা

রিপন বিশ্বাস একজন অনাথ। তিন মাস বয়সে রাস্তা থেকে কুড়িয়ে নেওয়া শিশু রিপনকে কে বা কারা খুলনার একটি চ্যারিটি হোমে রেখে যায়, তা রিপনের জানা নেই। জানা নেই বাবা মায়ের নাম। ২২ বছর সেই চ্যারিটি হোমে কাটানোর পর সে পাঠ চুকিয়ে রিপন খুলনার একটি কোম্পানিতে দারোয়ানের চাকরি শুরু করে। সে চাকরি চলে গেলে খুলনা থেকে একদিন ঘুরতে ঘুরতে আসেন বেনাপোলে। ড্রেনের পাশ থেকে খাবার কুড়িয়ে খাওয়া রিপনের কাকতালীয়ভাবে পরিচয় হয় বাবুর্চি অঞ্জনা বিশ্বাসের সাথে। ভাগ্য তাদেরকে এক করেন। রিপন বিয়ে করেন অঞ্জনা বিশ্বাসকে। অঞ্জনার মাসিক আয় ছিল ৪০০০/-। অঞ্জনা বিশ্বাসের বেঁচে আছেন মা। মাথা গোজার ঠাঁই না থাকা রিপন আর অঞ্জনার ঠাঁই হলো মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘরে।

রিপন এখন আর নিজেকে অসহায়, ঠিকানা ছাড়া ভেসে বেড়ানো মানুষ ভাবেন না। মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘর পেয়ে রিপন আর অঞ্জনা এখন স্বপ্ন দেখতে শুরু করেছে। তারা একটি ছাগল পালন করছে। আগামীতে মুরগি বড় একটি খামার করার স্বপ্ন এ খ্রিষ্টান দম্পতির।