• বিভাগঃ বরিশাল
  • জেলাঃ ঝালকাঠি
  • উপজেলাঃ কাঠালিয়া
  • পৌরসভা/ইউনিয়নঃ কাঠালিয়া

জেলা                                            : ঝালকাঠি

উপজেলা                                        : কাঠালিয়া

উপকারভোগীর আশ্রয়ণ প্রকল্পের নাম      : মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার “আশ্রয়ন-২  প্রকল্প” (১ম পর্যায়)

 

১.       উপকারভোগীর বর্ণনা     :

নাম                                  : মোঃ আবু বকর (নও মুসলিম)

বয়স                                 : ৫৮ বৎসর

স্ত্রী                                    : মোসা : সাহিদা বেগম (৪০)

সন্তান সংখ্যা                        : ২ জন  (মেয়ে)

মোবাইল                            : ০১৭৩১-০৫৮৫৩৭

 

মোঃ আবু বকর (নও মুসলিম) (৫৮), পিতা : মৃত শ্যাম চন্দ্র দাস , স্ত্রী : মোসা : সাহিদা বেগম (৪০), গ্রাম : কাঠালিয়া, ডাকঘর : কাঠালিয়া, কাঠালিয়া, ঝালকাঠি ০২ টি কন্যা সন্তানের জনক। (০১) মোসা : হাসি বেগম (২৮) ও (০২) মোসা:  খুশি বেগম (২৫)।

 

২.       উপকারভোগী পূর্বের অবস্থায় কেমন ছিলেন : মুজিববর্ষ উপলক্ষে ২ শতক জমিসহ সেমি পাকা ঘর পাওয়ার আগে উপকারভোগী কেমন ছিল তার সংক্ষিপ্ত  বর্ণনা :

 

মোঃ আবু বকর, কাঠালিয়া উপজেলার সদর ইউনিয়নের কাঠালিয়া গ্রামের বাসিন্দা। নিজের কোন জমি ও গৃহ না থাকায় ভাড়াটিয়া হিসেবে পরিবার পরিজন নিয়ে দৈনিক ভিত্তিতে কাজ করে যা উপার্জন করতেন তা দিয়ে অতি কষ্টে দিনাতিপাত করতেন। স্বামী, স্ত্রী ও দুই সন্তানের মধ্যে বড় মেয়ে মোসা ঃ হাসি বেগম (২৮) এবং ছোট মেয়ে মোসা : খুশি বেগম (২৫) উভয়কেই অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করানোর পর আর্থিক অস্বচ্ছলতার কারনে তা আর সম্ভব হয়নি। পরিবার পরিজন নিয়ে মোঃ আবু বকর মানবেতর জীবন যাপন করতেন। 

 

৩.       উপকারভোগীকে বরাদ্দকৃত ২ শতাংশ জমির বর্তমান বাজার মূল্য :

 

উপকারভোগী মোঃ আবু বকর (নও মুসলিম)(৫৮) কে আউরা মৌজায় পশ্চিম আউরা গ্রামে ২ শতাংশ খাস জমি বরাদ্দ প্রদান করা হয়েছে তার বর্তমান মূল্য প্রায় ৩,০০,০০০/(তিন লক্ষ) টাকা।

 

৪.       ঘর পেয়ে তিনি/তাঁর পরিবার বর্তমানে যেমন আছেন :

মোঃ আবু বকর (৫৮) নিজস্ব কোন জমি-জমা ঘরবাড়ি না থাকায় অন্যের বাড়িতে বাস করতেন এবং দৈনিক ভিত্তিতে কাজ করে যে টাকা উপার্জন করতেন তা দিয়ে থাকা-খাওয়া এবং সন্তানদের লেখা-পড়া, পোষাক-পরিচ্ছদ, চিকিৎসাসহ সকল বিষয়ে সর্বদা অভাব অনটনসহ পরিবারের কারো চাহিদা সে পুরণ করতে পারতো না। মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সরকারি খাস জমিতে ২ শতাংশ জমিসহ গৃহ প্রাপ্তির পর সে সুখের পরশ পেতে শুরু করেন। মোঃ আবু বকর নিজে কাঠালিয়া বাজারে এবং নিজের গৃহেও  লন্ড্রির ব্যবসা শুরু করে গড়ে মাসে ১২০০০-১৫০০০ টাকা আয় করে এবং স্ত্রী মোসা : শাহিদা বেগম সংসারের সকল কাজ-কর্ম করে থাকেন। মোঃ আবু বকর ও মোসা সাহিদা দম্পতি তাদের মেয়ে দুটিকে বিয়ে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সরকারি খাস জমিতে ২ শতাংশ জমিসহ গৃহ প্রাপ্তি আবু বকরের জীবনে একটি পরম পাওয়া। বর্তমানে সে আর্থিকভাবে স্বচ্ছল এবং পারিবারিক দিক দিয়ে অত্যন্ত সুখী।