• বিভাগঃ ময়মনসিংহ
  • জেলাঃ নেত্রকোণা
  • উপজেলাঃ বারহাট্টা
  • পৌরসভা/ইউনিয়নঃ বারহাট্টা

শংকর চন্দ্র পাল, বয়স: 42 বছর, স্ত্রী: দেবী রাণী পাল, গ্রাম: গড়মা, ইউনিয়ন: বারহাট্টা, উপজেলা: বারহাট্টা, জেলা: নেত্রকোণা। পারিবারিক জীবনে এক ছেলে ও এক মেয়ের জনক সে। ছেলেটি শারীরিক প্রতিবন্ধী। ছেলে-মেয়েরা দুজনেই প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে, থাকেন ভাড়া বাসায়। আশ্রয়হীন দিনমজুর বাবার পক্ষ্যে বাসা ভাড়া ও পরাশোনার খরচ বহন করা খুবই কষ্ট সাধ্য বিষয়। এমনকি কেউ ঠিকানা জিজ্ঞেস করলে তাকে দ্বিধাবোধ করে বলতে হতো কোথায় থাকে, কারণ ভাড়া বাসায় থাকলে তো আজ এখানে কাল সেখানে “নিজের জায়গা না থাকলে যেটা হয় আরকি!”। এমতাবস্থায়, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত মুজিববর্ষ উপলক্ষে ২ শতক জমিসহ সেমিপাকা ঘর পাওয়ার উপযোগী হিসেবে সে নির্বাচিত হয়। উপজেলা সদর থেকে মাত্র ১ কি:মি: দক্ষিণে পাকা রাস্তার পাশে তাকে ২ শতাংশ জমিসহ সেমিপাকা ঘর প্রদান করা হয়। বরাদ্দকৃত ২ শতাংশ জমির মূল্য প্রায় ৩,০০,০০০/- (তিনলক্ষ) টাকা। সেমিপাকা ঘর পাওয়ার পর তাকে আর ভাড়া বাসায় থাকতে হচ্ছেনা। ছেলেকে প্রতিবন্ধী ভাতা পাওয়ার ব্যবস্থা করে দেয়া হয়েছে। বাসা ভাড়ার অর্থ জমিয়ে ছাগল কিনে সে এখন স্বাবলম্বী, স্ত্রী দেবী রাণী নিজের জায়গায় ঘরের পিছনে করেছে নানা ধরনের সবজি চাষ। তার সন্তানাদির পড়াশোনার খরচসহ পরিবারের জীবনমান এখন উন্নতির দিকে।