• বিভাগঃ ময়মনসিংহ
  • জেলাঃ নেত্রকোণা
  • উপজেলাঃ বারহাট্টা
  • পৌরসভা/ইউনিয়নঃ সিংধা

মোছা: রেহেনা আক্তার, বয়স: ৪২ বছর, স্বামী: হরিদাস, গ্রাম: জীবনপুর, ইউনিয়ন: সিংধা, উপজেলা: বারহাট্টা, জেলা: নেত্রকোণা। রেহেনা এক ছেলে ও এক মেয়ে নিয়ে তাদের পরিবার। বড় ছেলেও দিনমজুর বিয়ে করে একসাথেই বসবাস ও ছোট মেয়ে ৫ম শ্রেণীতে পড়াশোনা করে। স্বামী সংসার নিয়ে পার্শ্ববর্তী গ্রাম চন্দ্রপুর অন্যের বাড়িতে আশ্রিত ছিলেন। স্বামী পেশায় জেলে ছিল, ঠিক যেমন “দিন আনে দিন খায়”। কিন্তু স্বামীর হঠাৎ লিভারের সমস্যায় চলাচল করার ক্ষমতা কমে যায়, এখন আর কোন পরিশ্রমের কাজ করতে পারেনা। রেহেনার উপর পরে যায় সংসারের পুরো চাপ। বড় ছেলেও দিনমজুরের কাজ করে তার সংসার চালাতেই হিমসিম খায়। রেহেনা ও অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ শুরু করে।  পরবর্তীতে মুজিববর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ২ শতক জমিসহ সেমিপাকা ঘর প্রদান করে উপজেলা প্রশাসন, বারহাট্টা। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১,০০,০০০/- (একলক্ষ) টাকা। ঘর পাওয়ার পর তার পরিবারকে আর অন্যের বাড়িতে থাকতে হয়না। রেহেনা আক্তার এখন আর ঠিকানা বিহীন নন, এটা তার গর্ব। পরিবারের সকলের হয়েছে একটু মাথা গুজার ঠাঁই, হয়েছে স্থায়ী ঠিকানা। এখন নিজের একটু জায়গা হওয়াতে ছোট পরিষরে করছে হাঁস-মুরগি পালনসহ সবজি চাষ। এতে করে এখন আর তার স্বামীকেও বুঝা হয়ে থাকতে হচ্ছেনা। নিজের ঘরের কোনোয় লাউ, কুমরো চাষ করে এখন তারা স্বাবলম্বী। ধন্যবাদ জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীসহ যারা এ কাজে তাদের সার্বিকভাবে সহযোগীতা করেছেন।