• বিভাগঃ চট্টগ্রাম
  • জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া
  • উপজেলাঃ আশুগঞ্জ
  • পৌরসভা/ইউনিয়নঃ আড়াইসিধা

আশ্রয়ণের অপর নাম দিনবদল

জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া

উপজেলা আশুগঞ্জ

উপকারভোগীর আশ্রয়ণ প্রকল্পের নামঃ আড়াইসিধা আশ্রয়ণ প্রকল্প

 

  ছেলে মেয়ের জনক আলাল মীয়া (৪২) জননী বন্যা (৩৩) একসময় হিমসিমই খেতে হতো সন্তানদের ভরণপোষণ লেখাপড়ার খরচ জোগাতে গিয়ে। বন্যা আগে ছিলেন গৃহিপরিচারিকা, আলাল মিয়া ছিলেন রাজমিস্ত্রি। অসুস্থ আলাল মিয়া শারীরিক অসুস্থতার জন্য সে পেশা ছেড়ে দিতে বাধ্য হলে সংসারের টানাপোড়েন আরো বেড়ে যায়। সন্তানদের পড়ালেখাও বন্ধ হয়ে যায় কিছুদিনের জন্য।

সেদিন বেশিদিন স্থায়ী হয়নি। ভূমিহীন গৃহহীন হওয়ায় তারা যখন মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের জন্য বিবেচিত হলেন তখন থেকেই তাদের পরিবারে পরিবর্তনের সূচনা হয়। সে পরিবর্তন যেমন ছুয়ে গেছে বন্যাকে, তেমনি তা স্পর্শ করেছে আলাল মিয়াকেও। এখন তাদের নিজের একটি ঠিকানা রয়েছে। একটি সুন্দর আধা পাকা বাড়ি, ১০ লাখ টাকা মূল্যের শতক জমি।

আলাল এখন আবার কাজে ফিরেছেন, একটি অটরিকশা কিনেছেন তিনি। বন্যা বাড়ির আঙ্গিনায় শাক-সব্জি চাষ করে তা বাজারে বিক্রয়ও করছেন। গত এক বছরে তাদের সুখের সংসারে যোগ হয়েছে একটি ফ্রিজ একটি সিলিন্ডার গ্যাসের চুলা। সন্তানরাও এখন লেখাপড়া করছে মনের আনন্দে, নিশ্চিন্তে। এযেন সত্যি দিনবদলের শুরু।