• বিভাগঃ চট্টগ্রাম
  • জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া
  • উপজেলাঃ আশুগঞ্জ
  • পৌরসভা/ইউনিয়নঃ আড়াইসিধা

সবজি চাষ অটো রিকশায় দিন বদল রাজিয়া-আলমগীরের

জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া

উপজেলা আশুগঞ্জ

উপকারভোগীর আশ্রয়ণ প্রকল্পের নামঃ আড়াইসিধা আশ্রয়ণ প্রকল্প

 

 রাজিয়া বেগম (৩৯), স্বামী আলমগীর হোসেন (৪৫) ছিলেন অনেকটা বানভাসী মানুষের মত। বন্যার পানিতে যেমন বানভাসী পরিবার ভেসে বেড়ায় পরিবারটিও তেমনি কিছুদিন বাড়িতে আশ্রিত হয়ে, তো কিছুদিন সরকারি খাস জমিতে অবৈধভাবে ছুপড়ি ঘরে বসবাস করত। আগে তারা দুই বেলা দুমুঠো খেতে পারতনা, ছিলনা কোন আত্মমর্যাদা। রাজিয়া অন্যের বাড়িতে গৃহিনীর কাজ করতেন, আলমগীর ছিলেন ডেইলি লেবারার। ছেলেমেয়েদের পড়ালেখা করাতে পারতেননা টাকার অভাবে। তাদের কষ্টের সময়ের ইতি ঘটে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর প্রায় ১০ লাখ টাকা বাজারদরের শতক জমি পেয়ে।

পরিবারে যেখানে একবেলা খাবার জুটতনা এখন নিজের বাড়ির আঙ্গিনায় সবজি চাষ করে তা খেয়ে বিক্রয়ও করছেন রাজিয়া বেগম। আলমগীর হোসেন আশুগঞ্জ-আড়াইসিধা রাস্তায় অটোরিকশা চালিয়ে ভালই আয় করেন এখন। প্রাপ্তবয়স্ক ছেলেও এখন একই পথে নেমে সংসারের হাল ধরেছে।  তিলে তিলে জমানো অর্থ দিয়ে তারা একটি ফ্রিজও কিনেছেন, কিনেছেন একটি ছোট টিভি, যেটি আদতে তাদের ছোট স্বপ্নই বলা যায়। রাজিয়া-আলমগীর তাদের জমানো টাকা দিয়ে মেয়েকে পড়ালেখা করাচ্ছেন। তাদের মধ্যে বড় মেয়ে পড়ালেখার পাশাপাশি সেলাই কাজে মাকেও সহায়তা করছে। পরিবারটির বাড়ির পাশে একটি সরকারি নলকূপও স্থাপন করে দিয়েছে সরকার, যা দিয়ে তাদের মত আশপাশের অনেক পরিবারই প্রাণভরে খেতে পারছে সুপেয় পানি।