• বিভাগঃ চট্টগ্রাম
  • জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া
  • উপজেলাঃ আশুগঞ্জ
  • পৌরসভা/ইউনিয়নঃ আড়াইসিধা

ধার পরিশোধ করে স্বাবলম্বী হওয়ার নজির গড়েছেন আক্তার-আনোয়ারা পরিবার

জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া

উপজেলা আশুগঞ্জ

উপকারভোগীর আশ্রয়ণ প্রকল্পের নামঃ আড়াইসিধা আশ্রয়ণ প্রকল্প

 

 

 অন্যের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকা ভূমিহীন গৃহহীন আক্তার হোসেন (৫৫) আনোয়ারা বেগম (৪৯) দম্পতির ছেলে-মেয়ের মধ্যে একমাত্র মেয়ের বিয়ে দিতে গিয়ে কিছু অর্থ ঋণ করার পর তা আর শোধ করতে না পারায় পাওনাদারের তাগিদে তাদের প্রায় এলাকা ছাড়ার উপক্রম হয়। এমনই অবস্থায় আক্তার হোসেন দিনমজুরের কাজ শুরু করেন। ভূমিহীন গৃহহীন হিসেবে যখন তালিকাভূক্ত হন তখনও তিনি নিশ্চিত ছিলেননা আসলে তিনি কী পাবেন আর কীভাবে পাবেন। পরবর্তীতে গৃহহীনদের আশ্রয়ণ প্রকল্পের অংশ হিসেবে তিনি তার স্ত্রী আনোয়ারা বেগম আড়াইসিধা ইউনিয়নে লাখ টাকা মূল্যের শতক জমি একটি সুদৃশ আধা পাকা ঘর লাভ করেন।


ঘরেই যে জীবন বদলে যাবে তা বোধহয় পরিবার কখনো চিন্তাই করেনি। আশ্রয়ণ প্রকল্পের অংশ হওয়ার পর, নিজের একটি বাড়ি হওয়ার পর আত্মসম্মানের কথা চিন্তা করেই কঠোর পরিশ্রমী হয়ে উঠেন আক্তার হোসেন, তিনি কাজ শুরু করেন রড মিস্ত্রি হিসেবে। আনোয়ারা বেগমও বাড়ির আঙ্গিনায় শাক-সব্জি চাষ করে তা থেকে ঘরের চাহিদা মেটানোর পাশাপাশি বাজারেও বিক্রয় করেন। পরিবারের এক ছেলে বিএ তে পড়ছে, এখন আর পড়ালেখা নিয়ে কোন অনিশ্চয়তা নেই পরিবারটিতে। ছেলের টিউশনির টাকা আক্তার-আনোয়ারার সঞ্চিত অর্থ দিয়ে পরিবারটি আগের ঋণ পরিশোধের পাশাপাশি গত দুই বছরে একটি ফ্রিজ একটি টিভিও কিনেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পেয়ে স্বাচ্ছন্দ এখন তাদের ঘরে, সুখ এখন তাদের চোখে-মুখে।