• বিভাগঃ চট্টগ্রাম
  • জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া
  • উপজেলাঃ আশুগঞ্জ

লক্ষ্মী রবিদাসের এখন আর উচ্ছেদ আতংকে থাকতে হয়না

জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া

উপজেলা আশুগঞ্জ

উপকারভোগীর আশ্রয়ণ প্রকল্পের নামঃ বাজার চারতলা আশ্রয়ণ প্রকল্প

 

বিধবা লক্ষ্মী রবিদাস (৪৭) একসময় সরকারি খাস জমিতে অবৈধভাবে ছুপড়ি ঘরে বসবাস করতেন। সারাক্ষণ ছিল উচ্ছেদের ভয়। বিধবা লক্ষ্মীর ছেলে-মেয়ের মধ্যে জনই তার সাথে থাকে। এরমধ্যে ছেলে চর্মকার হিসেবে আর ছেলে নরসুন্দর হিসেবে বাজারে দোকান দিয়ে ব্যবসা পরিচালনা করছে। মেয়ে মার সাথে সেলাই কাজ করছে, মেয়ে বাড়ির পাশে শাক-সব্জি চাষ করছে। আগে যেখানে পরিবারটির ছিলনা কোন নিজ ভিটা, ছিলনা থাকার বৈধ কোন স্থান এখন সেখানে তাদের সম্বল শতক জমি যার বাজার দর প্রায় লাখ টাকা, তার সাথে রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার আশ্রয়ণ প্রকল্পের আধা পাকা বাড়ি। মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে যেন তাদের দ্বিতীয় স্বাধীনতা। লক্ষ্মী রবিদাসের পরিবারটির ছেলেদের পাশাপাশি মেয়েরাও এখন স্বাবলম্বী। তাইতো কিছু অর্থ জমিয়ে তারা তাদের ঘরেরই এক কোনে একটি ছোত উপাসনালয়ও স্থাপন করেছেন। লক্ষ্মী রবিদাস পরিকল্পনা করছেন হাস-মুরগি পালনের। পাশেই যেহেতু নদী রয়েছে, সেহেতু হাস-মুরগি পালন সহজই হবে, আবার বাড়ির লাগোয়া চারতলা বাজার থাকায় হাট বারে সহজে বিক্রয়ও করতে পারবেন। একসময় সমাজের নিম্নবর্ণের সহায় সম্বলহীন বিধবা লক্ষ্মী রবিদাস এখন সসম্মানে, নির্ভয়ে বাচতে পারছেন, স্বপ্ন দেখছেন মেয়ে দুটির বিয়ে দেওয়ার-তার যে এখন স্বপ্ন দেখতে কোন মানা নেই।