• বিভাগঃ চট্টগ্রাম
  • জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া
  • উপজেলাঃ আশুগঞ্জ
  • পৌরসভা/ইউনিয়নঃ আড়াইসিধা

মাননীয় প্রধানমন্ত্রীকে হাসের মাংস রান্না করে খাওয়াতে চান বিলকিস বেগম


জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া

উপজেলা আশুগঞ্জ

উপকারভোগীর আশ্রয়ণ প্রকল্পের নামঃ তারুয়া আশ্রয়ণ প্রকল্প

 

 বিলকিস বেগম (২৯) ফারুক মিয়া (৩১) থাকতেন মানুষের বাড়িতে ভাসমান হিসেবে। সন্তানদের ছিলনা পড়ালেখার নিশ্চয়তা। নিজেদের ছিলনা পায়ের নিচে মাটি, মাথার উপর ছিল চালনির মত ঝুপড়ি, বর্ষাকাল আসলেই যা বুকে কাপুনি তুলত- এই বুঝি ঘরে পানি পড়া শুরু হলো, এই বুঝি সারা ঘর ভিজে গেল বৃষ্টির পানিতে। তাদের সন্তানদের লেখাপড়ার খরচ জোগাতে গিয়ে তাদের কতই না কষ্ট করতে হয়েছে। সেই দিন গত হয়েছে বছর হলো।

ফারুক এখন সেলাই মেশিনের কাজ করেন বাজারে, বিলকিসও বসে থাকেননি। তিনিও সংসারের হাল ধরেছেন হাস-মুরগি পালন করে। পরিবারে এখন আছে টি মুরগি এবং ১৮ টি হাস। বাড়ির সামনেই মশারি দিয়ে তাদের থাকার জায়গা করে রেখেছেন তারা। দুজনের সঞ্চয় থেকে তারা একটি ফ্রিজও কিনেছেন। তাদের একটি কক্ষ তারা হাস-মুরগির খাবার সংরক্ষণের জন্য ব্যবহার করছেন, আর একটি কক্ষ ব্যবহার করছেন নিজেদের থাকার জন্য। একসময় হতদরিদ্র পরিবারটি এখন আশুগঞ্জ উপজেলার তারুয়া ইউনিয়নে শতক জমি (দাম আনুমানিক লাখ টাকা) সেমি পাকা একটি বাড়ির মালিক হয়ে যারপরনাই কৃতজ্ঞ। বিলকিস বেগম জানালেন তার মনবের সুপ্ত বাসনার কথাঃ মাননীয় প্রধানমন্ত্রীকে হাসের মাংস রান্না করে খাওয়াতে চান তিনি। পরিবারটি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চিরকৃতজ্ঞ।