• বিভাগঃ চট্টগ্রাম
  • জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া
  • উপজেলাঃ আশুগঞ্জ
  • পৌরসভা/ইউনিয়নঃ আড়াইসিধা

সুনীলের এখন নিজের একটি ঘর রয়েছে

জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া

উপজেলা আশুগঞ্জ

উপকারভোগীর আশ্রয়ণ প্রকল্পের নামঃ বাজার চারতলা আশ্রয়ণ প্রকল্প

 

 

সুনীল রবিদাস (৩৫) পেশায় একজন মুচি। আগে মানুষের বাড়িতে আশ্রিত হয়ে থাকতেন। স্ত্রী বুধনী রবিদাস (২৭) অন্যের বাড়িতে গৃহিকর্মীর কাজ করতেন। সারাজীবন পেটে-ভাতে থাকা পরিবারটির আছে ছেলে, মেয়ে। মেয়েটির বিয়ের বয়স হওয়া স্বত্ত্বেও দিতে পারতেননা অর্থের অভাবে আর সামাজিক মর্জাদা না থাকায়। সুনীল দীর্ঘদিন চেষ্টা করছিলেন আশুগঞ্জ বাজারে একটি দোকান নিয়ে বসার। পরিবারটি মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়ে সামাজিক একটি পরিচয় পায়, এখনব তাদের কারো দয়ায় বাচতে হয়না।

প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের ঘর পাওয়ায় সমাজে এখন তার ভালই সম্মান। সুনীল রবিদাস এখনো মুচি হিসেবেই আছেন, তবে এখন একটু বড় পরিসরে আশুগঞ্জ বাজারে একটি দোকান নিয়ে তাতে আর এক ছেলেসহ বসেন। বাজারের মুচিরা এখন তাকে আলাদা নজরে দেখে। বাকি ছেলে এখন পড়ালেখার পাশাপাশি নিকটবর্তী বাজার চারতলায় নাপিত হিসেবে কাজ করছে। স্ত্রী বুধনীও বসে থাকেননি। বাড়ির আঙ্গিনায় যে অল্প জায়গা রয়েছে তাতে লাগিয়েছেন ফলের চারা, করছেন সবজি চাষ। তার ছেলেরা সময় সময় সবজি বাজারে বিক্রয় করে মার হাতে তুলে দিচ্ছেন ,ঊল্যবান অর্থ। এখন সুনীলেরও আয় বেড়েছে, বেড়েছে সঞ্চয়। সে সঞ্চয় দিয়ে একমাত্র মেয়েটির বিয়ে দিয়েছেন সবে। এখন তাদের ঘরেই রয়েছে নিজস্ব ছোট উপাসনালয়। সারাজীবন অবহেলিত পরিবারটি এখন স্বপ্ন দেখছে, নতুন আশায় বুক বাধছে মাথা উচু করে বাচার। পরিবারটি তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চিরকৃতজ্ঞ।