• বিভাগঃ চট্টগ্রাম
  • জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া
  • উপজেলাঃ আশুগঞ্জ
  • পৌরসভা/ইউনিয়নঃ আড়াইসিধা

ফজলুল হকের সোনালী ধান আর এখন বৃষ্টির পানিতে পচেনা

জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া

উপজেলা আশুগঞ্জ

উপকারভোগীর আশ্রয়ণ প্রকল্পের নামঃ আড়াইসিধা আশ্রয়ণ প্রকল্প

 

 অশীতিপর বৃদ্ধ ফজলুল হক আগে অন্যের জমিতে ঝুপড়ি ঘরে থাকতেন এক মেয়েসহ। বিপত্নীক ফজলুল হকের ছেলে মেয়ের কেবল জন তার সাথে থাকতেন, বাকিরা সবাই থাকত আলাদা। ফজলুল হক আগে অন্যের জমিতে বর্গা চাষ করতেন। সেখান থেকে নিজের অংশটুকু দিয়েই সারা বছর চলতেন। একবার বর্ষায় তার ভাঙ্গা ঝুপড়িতে বৃষ্টির পানি পড়ে সকল ধান পচে যায়। সেবার অনেক কেদেছিলেন ফজলুল হক, বিধাতার কাছে দোয়া করেছিলেন তার সোনার ফসল সংরক্ষনের জন্য। বিধাতা ফজলুল হকের আশা পূরণ করেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে।

মাননীয় প্রধানমন্ত্রীর উপহার শতক জমি আশ্রয়ণ প্রকল্পের আধা পাকা ঘরের সাথে যেন ফজলুল হকের আবেগ মিশ্রিত কান্নার জড়িয়ে রয়েছে। টাকার অভাবে এতদিন বিয়ে দিতে না পারা ফজলুল হক তার ধান থেকে পাওয়া সামান্য আয়ে তার সাথে থাকা মেয়ের বিয়ে দিয়েছেন পাশের বাড়িতে। সেই মেয়ে এখনও তাকে ধান কাটার সময় সাহায্য করে। সামান্য খুড়িয়ে চলা ফজলুল হককে মানুষ এখন আর যাই হোক ছিন্নমূল হিসেবে গন্য করেনা। আগে যেখানে লোকজন তাকে বস্তির মানুষ হিসেবে হীনজ্ঞান করত, এখন মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পাওয়ায় সমাজে তার আলাদা সম্মান।