• বিভাগঃ চট্টগ্রাম
  • জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া
  • উপজেলাঃ আশুগঞ্জ
  • পৌরসভা/ইউনিয়নঃ আশুগঞ্জ সদর

স্বামী পরিত্যক্তা মিনা এখন গ্রামের মহিলাদের নিয়ে একটি সেলাই-সংঘ খুলে তাদের প্রশিক্ষণ দেওয়ার স্বপ্ন দেখেন।

জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া

উপজেলা আশুগঞ্জ

উপকারভোগীর আশ্রয়ণ প্রকল্পের নামঃ বড়তল্লা উকিলপাড়া আশ্রয়ণ প্রকল্প


আশ্রয়ণ প্রকল্পের ঘর পাওয়ার পর মীনা শুরু করেছিলেন হাস-মুরগি পালন। সাথে বাড়ির আঙ্গিনায় শাক সবজি চাষও ছিল। খুব দ্রুত সেই আয় থেকে কিনে ফেলেন একটি সেলাই মেশিন। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি মীনাকে। আশপাশের সকল মহিলা শিশুদের জামা এখন তিনিই সেলাই করেন, তারাও বাড়ির কাছে দর্জি পেয়ে খুশি। সেলাই থেকে এখন তার মাসে আয় হয় পাচ হাজার টাকা। আয় থেকে মীনা কিনেছেন সিলিন্ডার চুলা, ফ্রিজ। নিজের একমাত্র ছেলেকে পড়াচ্ছেন মাদ্রাসায়, মাকে নিয়ে থাকছেন সুখেই। একসময়ের অসহায় মীনার এখন মাথার উপর হয়েছে ছাদ, আর মীনার হয়েছে আত্মবিশ্বাস। আশুগঞ্জ-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়ক হতে মাত্র কিমি ভিতরে বড়তল্লা উকিলপাড়ায় মীনার এখন রয়েছে শতক জমি, যার বাজারমূল্য অন্তত (ছয়) লাখ টাকা। মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সেমি পাকা বাড়িটিতে সুখেই আছে মীনা তার ছোট পরিবার।

মীনার বিশ্বাস মীনা মাননীয় প্রধানমন্ত্রীর দোয়ায় ভবিষ্যতে আরো মহিলাদের নিয়ে একটি সেলাই-সংঘ খুলবেন এবং তাদের প্রশিক্ষণ দিয়ে নিজের পায়ে দাড়াতে সাহায্য করবেন।