• বিভাগঃ চট্টগ্রাম
  • জেলাঃ নোয়াখালী
  • উপজেলাঃ চাটখিল
  • পৌরসভা/ইউনিয়নঃ মোহাম্মদপুর

পান্না আক্তার (৩০), স্বামীঃ মহিন উদ্দীন, গ্রামঃ মোহাম্মদপুর, ইউনিয়নঃ মোহাম্মদপুর

মোট ৩ সন্তান। বড় মেয়ে (১৩) ঢাকায় এক আত্মীয়ের বাসায় থাকে। মেজ মেয়ে (৭) স্থানীয় এক মাদ্রাসায় ২য় শ্রেণিতে পড়ে। ছোট ছেলের বয়স ৩ বছর।  নিজের কোন ঘর না থাকায় উপকারভোগিরা নিদারুণ কষ্টে জীবনযাপন করতেন। স্থানীয় এক আত্মীয়ের বাসায় ছোট একটা রুমে সন্তান-সন্ততি নিয়ে বসবাস করতেন। সেখানে আত্মীয়ের নিয়মিত কটুবাক্য শুনতে হতো।বার্ধক্যের কারণে তার আয়ও ছিল নিতান্ত কম।

মুজিববর্ষের ঘর পেয়ে মহিন উদ্দীন ও পান্না আক্তারের সংসার জীবনে এসেছে আমূল পরিবর্তন। নিজের স্বপ্নের একটা ঘর পেয়েছেন, পেয়েছেন নিজের মত করে থাকার স্বাধীনতা। স্ত্রী ও তিন সন্তান নিয়ে এখন তার সুখের সংসার। ঘরের সামনে ১ শতক খাস জমিতে মৌসুমি শাক-সবজি ফলান, হাঁস-মুরগি পালন করেন। রিকশা চালিয়ে যা আয় হয়, তা দিয়ে মেয়েকে পড়াশুনা করাচ্ছেন। এই দম্পতি জানান, এই সুখনীড় তাঁদের সামাজিক মর্যাদা দিয়েছে, দিয়েছে শান্তিতে মাথা গোঁজার সুযোগ। তারা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।