• বিভাগঃ খুলনা
  • জেলাঃ কুষ্টিয়া
  • উপজেলাঃ ভেড়ামারা

নাম: রেহেনা খাতুন, স্বামীর নাম: নজরুল ইসলাম, সন্তানঃ ১ ছেলে ২ মেয়েছেলের বয়স ১৭ বছর। সে পেশায় একজন ভ্যানচালক। বড় মেয়ের বিয়ে হয়ে গিয়েছে এবং ছোট মেয়ে (১৭ বছর) দৃষ্টি প্রতিবন্ধি। পূর্বে রেহেনা খাতুন পানি উন্নয়ন বোর্ডের জায়গায় একটি কুড়েঘরে বসবাস করত। সে সবসময় মানসিকভাবে আতঙ্কগ্রস্ত থাকত কখন তাকে উচ্ছেদ করা হয়। তার স্বামী ঝালমুড়ি বিক্রি করে যা আয় করত তা দিয়ে খেয়ে না খেয়ে কোন মতে দিনাতিপাত করত।  বর্তমানে রেহেনা খাতুন মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ২ শতাংশ জমিসহ প্রস্তুতকৃত ঘরে বসবাস করছে। সে এখানে এসে নিজের জন্য একটি সেলাই মেশিন ক্রয় করেছে এবং ঘরের বারান্দায় ছোট একটি মুদি দোকান দিয়েছে। ছেলের জন্য একটি ভ্যান কিনে দিয়েছে এবং তার স্বামী ঝালমুড়ি বিক্রি করে। বর্তমানে তাদের মাসিক আয় প্রায় ২৫,০০০/= (পঁচিশ হাজার) টাকা। জীবন যাত্রায় মান যথেষ্ট উন্নত হয়েছে এবং চিন্তামুক্ত পরিবেশেও সামাজিকভাবে সম্মানের সাথে উক্ত ঘরে বসবাস করছে।