• বিভাগঃ ঢাকা
  • জেলাঃ গোপালগঞ্জ
  • উপজেলাঃ গোপালগঞ্জ সদর
  • পৌরসভা/ইউনিয়নঃ হরিদাসপুর

স্বামী শামীম শেখ একটি ছোট ফ্যাক্টরীতে সিকিউরিটি গার্ডের চাকরী করতেন। করোনা মহামারীর প্রথম ঢাক্কাতেই চাকরী হারিয়ে পরিবারসহ প্রায় পথে বসার উপক্রম। সেই সময়েই মধুমতি নদীর বাকে মালেঙ্গা আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর বরাদ্দ পেয়ে পরিবারসহ উঠে পড়েন। শুরু হয় তার দিনবদলের গল্প। সাথী খানম সেলাই কাজে পারদর্শী হওয়ায় প্রথমেই একটি সেলাই মেশিন দিয়ে শুরু করে দর্জির কাজ। সাথে স্বামীর মাছের আড়ৎ এর কাজ, দিব্বি চলে যাচ্ছে জীবন-জীবিকা। ২ ছেলে-মেয়ের একজন ক্লাস ১ এ এবং অপরজন প্লে-তে।

সাথী খানমের ছোট্ট অভিযোগ তার দেখাদেখি আরো ৪/৫ জন মহিলা দর্জির কাজ শুরু করায় কাজ অনেকটা কমে গেছে, তা না হলে গোপালগন্জ সদরের হরিদাসপুর ইউনিয়নের মালেঙ্গা আশ্রয়ণের ১০০টি দৃষ্টিনন্দন মুজিববর্ষের ঘরে পুনর্বাসিত পরিবারের সেলাইয়ের কাজ তিনি একাই করছিলেন