• বিভাগঃ চট্টগ্রাম
  • জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া
  • উপজেলাঃ সরাইল

খাটিহাতা পূর্বপাড়া, সরাইল উপজেলা ব্রাহ্মনবাড়িয়া জেলার বাসিন্দা মো: ইয়াসিন ১বছর হয়েছে মুজিববর্ষের একটি ঘর পেয়েছেন। তার ভাষ্যমতে পূর্বের রমজানে ঘরটি পেয়ে তিনি যেনো নতুন জীবন ফিরে পেয়েছেন।১ মেয়ে ১ ছেলে নিয়ে তাদের সংসার ছিলো মোটামুটি সচ্ছল। বছর পাছেক আগে এনজিও থেকে টাকা ঋন নিয়ে তাদের ছিলো ৫ টি সিএনজি।

বেশ ছিলো স্বচ্ছন্দেই চলছিলো সবকিছু। হঠাৎ একদিন ১টি সিএনজি এক্সিডেন্ট করে ৫ জন মারা যাওয়ায় তাদের জীবনে অন্ধকার নেমে আসে। সবগুলো সিএনজিসহ ভিটি মাটি বেঁচে প্রায় পথে বসে যান ক্ষতিপূরনের টাকা দিতে। ছেলে ঢাকায় রিক্সা চালায় , বর্তমানে মা-বাবার কোন খোঁজ খবর নেন না। মেয়ের বিয়ে দিয়েছেন তবে অসহায় বাবা-মাকে দেখার কেউ ছিলো না। সব কিছু হারিয়ে যখন তিনি রাস্তায় বসে পড়েছিলেন তখনই মুজিববর্ষের ১ম পর্যায়ের ঘর পেয়ে তিনি যেনো নতুন জীবন ফিরে পেয়েছেন। নতুনভাবে মাথার উপর স্হায়ী ছাদ পেয়ে ঘুরে দাড়িয়েছেন জীবন যুদ্ধে।
১ম ও ২য় পর্যায়ের ১ লক্ষ ১৮ হাজার গৃহ নির্মানের পর ৩য় পর্যায়েও সারাদেশব্যাপী চলছে আরো ৬৫ হাজারের অধিক বদলে যাওয়ার গল্প বুনণের কার্যক্রম।