• বিভাগঃ চট্টগ্রাম
  • জেলাঃ কক্সবাজার
  • উপজেলাঃ চকরিয়া
  • পৌরসভা/ইউনিয়নঃ ডুলাহাজারা

03.jpgকক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় পশ্চিম ঢেমুশিয়া ইউনিয়নের বাসিন্দা আবুল কালাম দম্পতি। মুজিববর্ষে উপহার মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে স্থায়ী ঘরসহ জমি পেয়ে ওই ঘরে স্ত্রী ও ২ সন্তান নিয়ে বসবাস করছে তার পরিবার। সন্তানরা পড়া-লেখা করছে প্রাথমিক বিদ‌্যালয়ে। তিনি জানান ‘‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে পেয়েছি নতুন সেমিপাকা ঘর ও জমি ।এখন ঘরে বসবাসের পাশাপাশি পাশে ১ বিঘা জমি বর্গা নিয়ে মরিচ চাষ করে খরচ বাদ দিয়ে ৫০-৬০ হাজার টাকা আয় হবে । আগে জমি ও ঘর না থাকায় নিজে চাষ করার সুযোগ হয়নি। অন‌্যের চাষের জমিতে শ্রমিক হিসেবে কাজ করতাম এখন নিজের চাষের পাশাপাশি আমার ক্ষেত” খামারে ২-৩ জন শ্রমিক হিসেবে কাজ ঘরসহ জমি পেয়ে বদলে গেছে তার জীবন ব্যবস্থা। আশ্রয়ণ প্রকল্পের ঘর দেয়ার পূর্বে স্ত্রীর হাতে জমানো টাকা নিয়ে বর্গাজমি চাষ করে সংসারের আয় বর্ধন ও পরিবারে স্বচ্ছলতা ফেরাতে 

জীবনমান উন্নত হচ্ছে দিন দিন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেয়ে খুশি আবুল কালাম দম্পতি।