• বিভাগঃ চট্টগ্রাম
  • জেলাঃ কক্সবাজার
  • উপজেলাঃ চকরিয়া
  • পৌরসভা/ইউনিয়নঃ ফাঁসিয়াখালী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্রাধিকার বিশেষ আশ্রয়ন প্রকল্প-২ আওতায় বঙ্গবন্ধু'র জন্মশত বার্ষিকী তথা মুজিববর্ষ উপলক্ষে স্থায়ী নিবাস পেয়েছে স্বামী পরিত্যক্ত (বিধবা) রওশন আরা। চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নস্থ নোয়াপাড়া এলাকার মৃত শের আলমের স্ত্রী। তার স্কুল পড়ুয়া একমাত্র কন্যা নিয়ে পাহাড়ী এলাকায় ঝুপড়ি ঘরে বসবাস করতো। স্বামীর মৃত্যুের পর জীবনের সাথে সংগ্রাম করে আসছিল। অন্যের বাড়িতে ও বিভিন্ন স্থানে দিনমজুর হিসেবে কাজ করতো সে। নিজে খেয়ে না খেয়ে তার মেয়েকে পড়া-লেখা চালিয়ে নিয়েছিল। স্বামী পরিত্যাক্ত হওয়ার পরে তার জীবনে মেয়েকে নিয়ে নেমে আসে ঘুর অন্ধকার। এরই মধ্যে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমি ও গৃহহীন উপকারভোগী হিসেবে ঘর পেয়ে মহাখুশি হন বিধবা রওশন আরা। ঘর পেয়ে রওশন আরা বলেন, ‘জীবনের শেষ সময় নির্দিষ্ট ঠিকানা পাইলাম। এখন এক ওয়াক্ত না খাইলে সুখে থাকুম। চারপাশের মানুষও খুব ভালো পাইছি। দোয়া করি প্রধানমন্ত্রী  শেখ হাসিনাকে। বর্তমানে সেলাই মেশিন দিয়ে উপর্জন করে সাংসার চলায় তিনি। ঘর পাওয়ার পূর্বে কিছুই ছিল না। দর্জি কাজ করে মাসিক ৫ থেকে ৬ হাজার টাকা আয় করেন। বলতে গেলে তিনি অন্ধকার দূর করে এখন স্বাবলম্বী।