• বিভাগঃ চট্টগ্রাম
  • জেলাঃ কক্সবাজার
  • উপজেলাঃ চকরিয়া
  • পৌরসভা/ইউনিয়নঃ পশ্চিম বড় ভেওলা

মাননীয়প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প, ভূমি মন্ত্রণালয়ের গুচ্ছগ্রাম ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ স্থানীয় বাড়ি প্রকল্পের আওতায় গৃহহীন উপকারভোগীদের জন্য এসব ঘর বাস্তবায়ন করা হয়েছে। কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের বাসিন্দা আবদুল করিম, বয়স-৪০, পেশা- cwienb kÖwgK। তার স্ত্রী ও wZb সন্তান নিয়ে এক সময় একটি ঝুপড়িঘরে বসবাস করতেন।একটু জোরে বাতাস বা বৃষ্টি নামলেই স্ত্রী-সন্তানদের নিয়ে ঘরে থাকতে পারতেন না। স্থায়ী ঘরসহ জমি পেয়ে ওই ঘরে স্ত্রী ও তিন সন্তান নিয়ে বসবাস করছে তার পরিবার। ঘর পেয়ে তিনি আনন্দিত হয়ে বলেন ‘আগে থাকার জন্য নির্দিষ্ট কোন ঘর না থাকায় কত যে কষ্ট করছি। সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। শ্রমিক হিসেবে দৈনিক যা রোজগার করতাম তা থেকে স্থায়ী ঘর করার জন্য হাত খরচের পরে কিছু টাকা স্ত্রীর হাতে জমা রাখতাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মতো লোকদের জন্য যা করছেন, কিভাবে যে ধন্যবাদ দেবো তা বলার কোন ভাষা নাই। ঘর উপহার পেয়ে আবেগ আপ্লুত তিনি।

ঘরসহ জমি পেয়ে বদলে গেছে তার জীবন ব্যবস্থা। আশ্রয়ণ প্রকল্পের ঘর দেয়ার পূর্বে স্ত্রীর হাতে জমানো টাকা নিয়ে সাংসারিক আয় বর্ধন ও পরিবারে স্বচ্ছলতা ফেরাতে জীবনমান উন্নয়ে হাঁস-মুরগি ও গরু লালন পালন করে যাচ্ছে। মাননীয়প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেয়ে কষ্টের দিনকে চাপা দিয়ে এভাবেই সুখ খুঁজতে বিভোর শ্রমিক আবদুল করিম `¤úwত|