• বিভাগঃ ঢাকা
  • জেলাঃ রাজবাড়ী
  • উপজেলাঃ পাংশা
  • পৌরসভা/ইউনিয়নঃ সরিষা

মোঃ মনোয়ার হোসেন, পিতা-আঃ আজিজ, সাং-বহলাডাঙ্গা কারিগরপাড়া, সরিষা, পাংশা, রাজবাড়ী। দরিদ্র পিতা-মাতার ঘরে জন্ম নিয়ে ছোটবেলা থেকে মাথা গোঁজার মত কোন আশ্রয় না থাকায় অন্যের জায়গায় বসবাস করেছেন। দরিদ্রের কষাঘাতে লেখাপড়া করতে পারেননি। ছোটবেলা থেকেই অর্থ রোজগারের আশায় শ্রমিক হিসেবে কাজ করেছেন। স্বপ্ন ছিল নিজেদের এক টুকরা জমি হবে সেখানে ঘর নির্মান করে মা-বাবা পরিবার পরিজন নিয়ে বসবাস করবেন। কিন্তু পরিবারের অন্ন-বস্ত্রের চাহিদা পূরণ করতে গিয়ে মনোয়ারের স্বপ্ন পূরন করা সম্ভব হয় নাই। অন্যের অটোরিক্সা ভাড়ায় চালিয়ে পরিবারের চাহিদা পূরণ করেও জমি কেনার জন্য অল্প পরিমাণ অর্থ  জমাতে থকেন।এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-০২ এর আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবার হিসেবে মনোয়ার হোসেন এর নামে একটি ঘর ও ২ শতক জমি বরাদ্দ দেয়া হয়। ঘর পেয়ে মনোয়ার হোসেন স্ত্রী ও দুই সন্তান নিয়ে সেখানে বসবাস শুরু করেন। মনোয়ার হোসেন জমি কেনার জন্য জমানো অর্থ দিয়ে একটি অটোরিক্সা কেনেন।এখন নিজের অটোরিক্সা নিজেই চালান। এখন তিনি স্বাবলম্বী। নিজের লেখাপড়া না হলেও  মনোয়ার হোসেন সন্তানদের পড়াশোনার খরচ যোগাতে পারেন। তার স্ত্রী রাহিমা হাঁস-মুরগী ও ছাগল পালন করে বাড়তি আয় করেন। মনোয়ার  হোসেন বলেন যে, আগে ভূমিহীন ছিলাম কিন্তু প্রধানমন্ত্রীর দেওয়া উপহার পেয়ে এখন জমি সহ ঘরের  মালিক হতে পেরেছি, আমার স্বপ্ন পূরণ হয়েছে।