• বিভাগঃ ঢাকা
  • জেলাঃ নারায়ণগঞ্জ
  • উপজেলাঃ রূপগঞ্জ
  • পৌরসভা/ইউনিয়নঃ মুড়াপাড়া

১. উপকারভোগীর বর্ণনাঃ খলিল মিয়া, পিতাঃ মৃতঃ লতিফ মিয়া, স্ত্রী অন্যত্র থাকেন। উপকারভোগীর সাথ থাকেননা। তার এক পুত্র কাউছার (২০)

২. উপকারভোগীর পূর্বের অবস্থাঃ তাদের পূর্বে স্থায়ী কোন বাসস্থান না থাকায়, দড়িকান্দি ৪৫০০ হাজার টাকায় ভাড়া থাকতেন। তাই ভাড়ার টাকা যোগাতে তাদের খুব কষ্ট হতো। আর দুঃখ ছিল তাদের সংসারের নিত্য সঙ্গী।

৩. উপকারভোগীর বরাদ্ধকৃত ০২ শতাংশ ভূমির বর্তমান বাজার মূল্যঃ বরাদ্ধকৃত ০২ শতাংশ সেমিপাকা ঘরসহ ভূমির বর্তমান বাজার মূল্য প্রায় ১৫,০০০ টাকা (পনের লক্ষ) টাকা।

৪. উপকারভোগীর বর্তমান অবস্থাঃ বর্তমানে সরকারের দেয়া ঘরে থাকে। তাই আর পূর্বের মতো অন্যের জায়গায় ভাড়া থাকতে হয়না। বর্তমানে তাদের অভাব নাই বললেই চলে। বর্তমানে খলিল মিয়া দিন মজুরের কাজ করে এবং পুত্র বাবার কাজে সহায়তা করে। পূর্বের মতো আর ভাড়া দিয়ে থাকতে হয়না বিধায় এখন তাদের আয় ‍বৃদ্ধি পেয়েছে।