• বিভাগঃ ঢাকা
  • জেলাঃ নারায়ণগঞ্জ
  • উপজেলাঃ রূপগঞ্জ
  • পৌরসভা/ইউনিয়নঃ মুড়াপাড়া

১. উপকারভোগীর বর্ণনাঃ হাসিনা বেগম, স্বামীঃ ওবায়দুল রহমান (দিন মজুর), তাদের দুই মেয়ে যথাক্রমে ১. দোলা (১৭), ২. উস্মিতা (০৮) এবং এক পুত্র পাবেল (১৫)।

২. উপকারভোগীর পূর্বের অবস্থাঃ তার পূর্বে কোন মাথা গোজার ঠাঁই ছিল না বিধায়, অন্যের জায়গায় কুড়িয়ে আনা টিন দিয়ে কোনমতে চাল ও বেড়া দিয়ে খুব কষ্টে দিন যাপন করতেন। তাই অভাব আর দুঃখ ছিল তাদের সংসারের নিত্য সঙ্গী।

৩. উপকারভোগীর বরাদ্ধকৃত ০২ শতাংশ ভূমির বর্তমান বাজার মূল্যঃ বরাদ্ধকৃত ০২ শতাংশ সেমিপাকা ঘরসহ ভূমির বর্তমান বাজার মূল্য প্রায় ১৫,০টাকা (পনের লক্ষ) টাকা।

৪. উপকারভোগীর বর্তমান অবস্থাঃ বর্তমানে সরকারের দেয়া ঘরে থাকে। তাই আর পূর্বের মতো অন্যের জায়গায় থাকতে হয়না। বর্তমানে তাদের অভাব নাই বললেই চলে। বর্তমানে তাদের বড় মেয়ে সরকারের উপবৃত্তির টাকা দিয়ে বন্ধ হয়ে যাওয়া লেখা পড়া আবার নিয়মিত করছেন। ২য় মেয়ে প্রাইমরাী স্কুলে নিয়মিত স্কুলে আসা-যাওয়া করছে এবং পুত্র সন্তান বাবার সাথে কাজে সহযোগীতা করার পাশাপাশি লেখাপড়া চালিয়ে যাচ্ছে।