• বিভাগঃ ঢাকা
  • জেলাঃ নারায়ণগঞ্জ
  • উপজেলাঃ রূপগঞ্জ
  • পৌরসভা/ইউনিয়নঃ মুড়াপাড়া

১. উপকারভোগীর বর্ণনাঃ আব্দুর রহিম, স্ত্রীঃ মিনারা, তিন মেয়ে ও এক ছেলের মধ্যে বড় সন্তানঃ সুজন, মেজো সন্তানঃ ছনিয়া, সেজো সন্তানঃ তানিয়া ও ছোট সন্তানঃ মুনিয়া।

২. উপকারভোগীর পূর্বের অবস্থায় কেমন ছিলেনঃ মঙ্গলখালীর বাসিন্দা মিনারা বেগম ১৭ বছর পূর্বে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তার চিকিৎসার জন্য তার স্বামী তাদের ভিটা বাড়ি সব বিক্রি করে দেন মিনারা বেগমের চিকিৎসার জন্য। তারা রাতারাতি হয়ে যান ভূমি হীন ও গৃহহীন। পরবর্তীতে তাদের আশ্রয় হয় ভাড়া বাড়িতে । দীর্ঘ ১৬ বছর ভাড়া থাকার পরে তারা আশার আলো দেখতে পান তাদের নিজস্ব একটা ঘরের।

৩. উপকারভোগীকে বরাদ্দকৃত ০২ শতাংশ ভূমির বর্তমান বাজার মূল্যঃ মুড়াপাড়া বাজারের সংলগ্ন ও উপজেলার নিকটবর্তী হওয়ায় বরাদ্দকৃত ০২ শতাংশ ভূমির বর্তমান বাজার মূল্য প্রায় ১৫,০০,০০০/- (পনের লক্ষ) টাকা। সেমিপাকা ঘরসহ বর্তমান বাজার মূল্য প্রায় ১৭,০০,০০০/- লক্ষ টাকা।

৪ .উপকারভোগীর বর্তমান অবস্থাঃ  মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসেবে ০২ শতাংশ ভূমিসহ সেমিপাকা বাড়ি পেয়ে দারুন খুশি ভূমিহীন ও গৃহহীন আব্দুর রহিম তার স্ত্রী ও ছেলে সন্তানেরা। তারা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ও প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন।