• বিভাগঃ ঢাকা
  • জেলাঃ নারায়ণগঞ্জ
  • উপজেলাঃ রূপগঞ্জ
  • পৌরসভা/ইউনিয়নঃ মুড়াপাড়া

উপকারভোগীর আশ্রয়ণ প্রকল্পের নামঃ মুজিববর্ষের ঘর, মুড়াপাড়া আশ্রয়ণ প্রকল্প, মুড়াপাড়া ইউনিয়ন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।

১. উপকারভোগীর বর্ণনাঃ মোঃ হান্নান, স্ত্রীঃ আনোয়ারা বেগম, তিন কন্যা সন্তানের মধ্যে বড় সন্তানঃ শেফালী আক্তার, মেজো সন্তানঃ বিথি আক্তার, ছোট সন্তানঃ নিপা।__

২. উপকারভোগীর পূর্বের অবস্থায় কেমন ছিলেনঃ হান্নান পূর্বে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন এবং অন্যের বাড়িতে ভাড়া থাকতেন। তিনি মঙ্গলখালী এলাকার একজন বাসিন্দা ছিলেন। ‍তিনি তার বাবার চিকিৎসা করাতে গিয়ে সবকিছু হারিয়ে হয়ে যান ভূমিহীন ও গৃহহীন। পরে তার পরিবার সহ তার আশ্রয় হয় ভাড়া বাড়িতে। কিন্তু রিকশা চালিয়ে উপার্জন করা টাকা দিয়ে বাড়ি ভাড়া দিয়ে থাকা তার পক্ষে খুব কষ্টসাধ্য হচ্ছিল।  

৩. উপকারভোগীকে বরাদ্দকৃত ০২ শতাংশ ভূমির বর্তমান বাজার মূল্যঃ মুড়াপাড়া বাজারের সংলগ্ন ও উপজেলার নিকটবর্তী হওয়ায় বরাদ্দকৃত ০২ শতাংশ ভূমির বর্তমান বাজার মূল্য প্রায় ১৫,০০,০০০/- (পনের লক্ষ) টাকা। সেমিপাকা ঘরসহ বর্তমান বাজার মূল্য প্রায় ১৭,০০,০০০/- লক্ষ টাকা।

৪ .উপকারভোগীর বর্তমান অবস্থাঃ  মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসেবে ০২ শতাংশ ভূমিসহ সেমিপাকা বাড়ি পেয়ে দারুন খুশি ভূমিহীন ও গৃহহীন হান্নান  ও তার পরিবার। এখনো তিনি রিক্সাই চালান। কিন্তু এখন আর তাকে বাড়ি ভাড়া দিতে হয় না। কারন তিনি এখন একটি বাড়ির মালিক মাননীয় প্রধাণমন্ত্রীর জন্য। তিনি এখন তার আয় দিয়ে পরিবার নিয়ে সুখে জীবন যাপন করছেন।