• বিভাগঃ ময়মনসিংহ
  • জেলাঃ ময়মনসিংহ
  • উপজেলাঃ ফুলবাড়ীয়া
  • পৌরসভা/ইউনিয়নঃ এনায়েতপুর

1. উপকারভোগীর বর্ণনা: (নাম/বয়স/স্বামী/স্ত্রী/সন্তানের সংক্ষিপ্ত বর্ণনা..) নামঃ-মোছাঃ রাবেয়া খাতুন (৫০), স্বামী- মৃত মফিজ উদ্দিন, গ্রামঃ- কাহালগাঁও, সন্তানঃ ছেলে ৩ জন।

2. উপকারভোগীর পূর্বের অবস্থায় কেমন ছিলেন: মুজিববর্ষে উপলক্ষ্যে 2 শতক জমিসহ সেমি পাকা ঘর পাওয়ার আগে উপকারভোগী কেমন ছিল তার সংক্ষিপ্ত বর্ণনা: রাবেয়া খাতুন তিন সন্তানের জননী, স্বামীর কোন ভূমি নেই। মৃত্যুর সময় তার স্বামী কোন জমি না রেখে যাওয়ায় সন্তানদের ঘরে তার ঠাঁই হয়নি। তার তিন সন্তানও মানুষের বাড়িতে, শ্বশুর বাড়িতে বসবাস করে। রাবেয়া মানুষের বাড়িতে কাজ করে কখনো তাদের বারান্দায়, কখনো বা অন্যের খোলা রান্না ঘরে বসবাস করতো। অনাহারে, অর্ধাহারে তাদের দিন কাটাতো।

3. উপকারভোগীকে বরাদ্দকৃত 2 শতাংশ জমির বর্তমান বাজার মূল্য: আনুমানিক 2,00,000/- (দুই লক্ষ) টাকা।

4. ঘর পেয়ে তিনি/তাঁর পরিবার বর্তমানে কেমন আছেন: প্রথম পর্যায়ে মাননীয় প্রধান মন্ত্রীর উপহার মুজিব বর্ষের ঘর পেয়েছে। কাজ করে কিছু টাকা জমিয়ে তা দিয়ে হাঁস মুরগী পালন করে এবং সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় যে সহায়তা পেয়েছে তা দিয়ে সুন্দরভাবে দিন কেটে যাচ্ছে। বর্তমানে কেমন আছে জানতে চাইলে শুধু অপেক্ষার সুরে জানান বর্তমানে এই অবস্থা তার স্বামী মৃত মফিজ উদ্দিন দেখে যেতে পারেনি। ছোট ছোট বাচ্চা নিয়ে বর্ষার পানি আর শীতের অবর্ণনীয় কষ্ট ভোগ করতে হয়েছে। তার স্বামী মফিজ উদ্দিন শীতের কষ্টে ঠান্ডা লেগে মৃত্যুবরণ করে। আক্ষেপ নিয়ে জানায় তখন যদি এ ঘর থাকতো হয়তো তার স্বামী আরো কিছু দিন বেঁচে থাকতো।