• বিভাগঃ ঢাকা
  • জেলাঃ নারায়ণগঞ্জ
  • উপজেলাঃ রূপগঞ্জ
  • পৌরসভা/ইউনিয়নঃ মুড়াপাড়া

১. উপকারভোগীর বর্ণনাঃ কাজলী রানী, স্বামীঃ বাবুল দাস, নিঃসন্তান  এই পরিবারে ১২ বছরের একমাত্র পালক ছেলেই সন্তানের স্থান পূরণ করে।

২. উপকারভোগীর পূর্বের অবস্থাঃ কাজলী রানী আগে মোড়া বানিয়ে উপার্জন করত। স্বামী করত জোতা সেলাই ও জোতা কালি। এই সামান্য উপার্জন থেকেও ঘর ভাড়া দিতে হতো ১০০০ টাকা। উপার্জন কম থাকায় এত কম টাকায় বাধ্য হয়েই থাকত এই পারিবার যদিও সেখান পরিবেশ মোটেই ভাল ছিল না, ও নানা রকম সমস্যায় জর্জরিত ছিল তাদের জীবন। 

৩. উপকারভোগীর বরাদ্ধকৃত ০২ শতাংশ ভূমির বর্তমান বাজার মূল্যঃ বরাদ্ধকৃত ০২ শতাংশ সেমিপাকা ঘরসহ ভূমির বর্তমান বাজার মূল্য প্রায় ১৫,০০০ টাকা (পনের লক্ষ) টাকা।

৪. উপকারভোগীর বর্তমান অবস্থাঃ পূর্বের মতো কাজলী রানী মোড়া বানাতে পারেন না শারিরিক সামর্থ্যে না থাকার কারনে। তাই স্বামীর আয়েই সংসার চলে তার ও সরকারের দেয়া ঘরে সুন্দর পরিবেশে থাকেন এই পরিবারটি।