• বিভাগঃ ঢাকা
  • জেলাঃ নারায়ণগঞ্জ
  • উপজেলাঃ নারায়নগঞ্জ সদর
  • পৌরসভা/ইউনিয়নঃ গোগনগর

উপকারভোগী  মোঃ মন্টু মিয়ার বাবা আর্থিক অনটন তথা সন্তানদের খাওয়া পড়ার জন্য পূর্বেই বাড়ী বিক্রি করে নিঃস্ব হয়। মোঃ মন্টু মিয়া মাননীয় প্রধান মন্ত্রীর ঘর দেওয়ার পূর্বে অন্যের দয়ায় প্রদত্ত পরিশোধিত সামান্য ভাড়ার ১ চালা ছাপড়া ১ রুমে মানবেতর জীবন যাপন করত। সামান্য বৃষ্টি হলে চালা দিয়ে পানি পরত। কাঁথা, বালিশ সহ টুক টাক ঘরের জিনিস পত্র ভিজে যেত। সে ছিল আশ্রয়হীন। মাননীয় প্রধান মন্ত্রীর মুজিব শত বর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গ্রহহীন ('ক' শ্রেণি) পরিবারের হিসাবে জন্য দেওয়া ২ শতক ভূমিসহ, সেমি পাকা দুই রুম বিশিষ্ট ঘর পেয়ে পূর্বের চেয়ে অনেক বেশী ভালো আছে। এখন তার নিজেকে মর্যাদাশীল মানুষ বলে মনে হয়। বর্তমানে নৈশ প্রহরী ও দিনের কিছু সময় ড্যানে করে শাক-সবজি/তরি- তরকারী বিক্রি করে জীবন যাপন করছেন। পূর্বের চেয়ে ক্রমান্বয়ে স্বচ্ছলতার মুখ দেখিতেছে।