• বিভাগঃ ঢাকা
  • জেলাঃ ঢাকা
  • উপজেলাঃ দোহার
  • পৌরসভা/ইউনিয়নঃ মুকসুদপুর

জেলাঃ ঢাকা
উপজেলাঃ দোহার

উপকারভোগীর আশ্রয়ণ প্রকল্পের নামঃ মাহমুদপুর আশ্রয়ন প্রকল্প


উপকারভোগীর নামঃ আাঃ ছালাম, পিতাঃ কাদের মিস্ত্রী, স্ত্রীঃ সূর্য বেগম ২। নামঃ শেখ রেজাউল, পিতাঃ শেখ আঃ ছালাম, মাতাঃ সূর্য বেগম, স্ত্রীঃ সিমা বেগম, সন্তানঃ ২ মেয়ে ১ ছেলে।
মুজিববর্ষ উপলক্ষে ২ শতক জমিসহ সেমি পাকা ঘর পাওয়ার আগে উপকারভোগী পরিবার নদী ভাঙনের কবলে পরে আশ্রয়হীন ও অসহায় অবস্থায় ছিলো। তাদের আশ্রয় বলতে কিছুই ছিলো না। পরবর্তীতে উক্ত পরিবার পদ্মা নদীর তীর ঘেঁঁষে স্ত্রী ও ২ ছেলে নিয়ে ভাঙা ঘরে কোন রকমে তাবু গেড়ে মানবেতর জীবন যাপন করছিলো।

উপকারভোগীকে বরাদ্দকৃত ২ শতাংশ জমির বর্তমান বাজার মূল্যঃ ,০০০ (আশি হাজার) টাকা।
ঘর পাওয়ার পর উপকারভোগীর কর্ম/ পেশায় অর্থাৎ জীবনধারণে উল্লেখযোগ্য পরিবর্তনঃ ঘর পেয়ে তিনি/ তাঁর পরিবার বর্তমানে স্বচ্ছল ও স্বাচ্ছন্দে আছেন। ঘর পাওয়ার পর উপকারভোগীর পেশায় অর্থাৎ জীবনধারণে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। বিশেষকরে আর্থিকভাবে ও সামাজিকভাবে। উপকারভোগীর পরিবার ঘর পাওয়ার পর উঠানে সবজী চাষ করছে এবং উপকারভোগীর ছেলে ব্যাটারি চালিত অটোরিকশ চালিয়ে জীবিকা নির্বাহ করছে। বর্তমান অবস্থা বিবেচনায় বলা যায়, তিনি স্বচ্ছলভাবে জীবনযাপন করছেন যা মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত ঘর প্রদান করা না হলে বাস্তবায়ন হতো না।