• বিভাগঃ ঢাকা
  • জেলাঃ নারায়ণগঞ্জ
  • উপজেলাঃ রূপগঞ্জ
  • পৌরসভা/ইউনিয়নঃ মুড়াপাড়া

১. উপকারভোগীর বর্ণনাঃ মোঃ বিল্লাল হোসেন, স্ত্রী মিসেসঃ কামরুন নাহার, তিন কন্যা সন্তানের মধ্যে বড় সন্তান, আফসানা আক্তার, মেজো সন্তানঃ আফরোজা আক্তার, ছোট মেয়েঃ নুসরাত জাহান তাসমীম।

২. উপকারভোগীর পূর্বের অবস্থায় কেমন ছিলেনঃ ১৯৯৭ এর বন্যায় বন্যাকবলিত হয়ে সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে মোঃ বিল্লাল হোসেন চলেন আসেন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নে জীবিকার সন্ধানে। এখানে এসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কামরুন নাহারের সাথে কিন্তু তাদের থাকার জন্য নিজস্ব কোন ভূমি ও ঘর ছিলনা। তাদের আশ্রয় নিতে হয় অন্যের ঘরে। অল্প টাকা রোজগার করতেন বিল্লাল তা দিয়ে অত্যন্ত মানবেতর জীবন অতিবাহিত করছিলেন এই দম্পত্তি।  

৩. উপকারভোগীকে বরাদ্দকৃত ০২ শতাংশ ভূমির বর্তমান বাজার মূল্যঃ মুড়াপাড়া বাজারের সংলগ্ন ও উপজেলার নিকটবর্তী হওয়ায় বরাদ্দকৃত ০২ শতাংশ ভূমির বর্তমান বাজার মূল্য প্রায় ১৫,০০,০০০/- (পনের লক্ষ) টাকা। সেমিপাকা ঘরসহ বর্তমান বাজার মূল্য প্রায় ১৭,০০,০০০/- লক্ষ টাকা।

৪ .উপকারভোগীর বর্তমান অবস্থাঃ  মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসেবে ০২ শতাংশ ভূমিসহ সেমিপাকা বাড়ি পেয়ে দারুন খুশি ভূমিহীন ও গৃহহীন বিল্লাল ও কামরুন নাহার দম্পত্তি। বর্তমানে তিনি তার তিন কন্যা সন্তান ও স্ত্রীকে নিয়ে খুব ভালো ভাবেই জীবন অতিবাহিত করছেন। বর্তমানে বিল্লাল অন্যের জমিতে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করছেন এবং তার বড় মেয়ে উপজেলা মহিলা বিষয়ক অধিদফতরে সেলাই মেশিন চালানোর প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন।